কলকাতা – অনলাইন প্রতারণা চক্রে জড়িত থাকার অভিযোগে কলকাতা ও হাওড়া থেকে মোট ৭ জনকে গ্রেপ্তার করল পুলিশ। গার্ডেনরিচ থানার এক ট্র্যাফিক সার্জেন্টের অভিযোগের ভিত্তিতে একটি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে তদন্তে নামে পুলিশ। মঙ্গলবার দুপুরে তারাতলা রোডে ক্লিন সিটির কাছে একটি গাড়ি থেকে চার যুবককে গ্রেফতার করা হয়, যাঁদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয় একাধিক ব্যাঙ্কের এটিএম কার্ড। প্রাথমিক তদন্তে উঠে এসেছে, এই কার্ডগুলি ব্যবহার করে অনলাইন প্রতারণার মাধ্যমে প্রাপ্ত টাকা তোলা হতো।
গ্রেফতার হওয়া চার যুবকের নাম শাহিনুর রহমান ফকির, রাহুল শেখ, আসফাক শেখ এবং আশিক মিস্ত্রি—তাঁদের বয়স ১৮ থেকে ২৫-এর মধ্যে এবং সকলেই সন্তোষপুরের বাসিন্দা। তাঁদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ সন্ধান পায় আরও তিন অভিযুক্তের। বিকেলে হাওড়ার শিবপুর থেকে গ্রেফতার করা হয় ওড়িশার ভদ্রক জেলার বাসিন্দা, বর্তমানে হাওড়াবাসী আলিমুদ্দিন শেখ, ফিরোজ শেখ ও শহিদ কাদরিকে। ধৃতদের বাড়ি থেকে আরও এটিএম কার্ড, আধার কার্ড ও মোবাইল ফোন বাজেয়াপ্ত হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
