কলকাতা – চিকিৎসক অনিকেত মাহাতোর পোস্টিং সংক্রান্ত মামলায় কলকাতা হাই কোর্টের রায়কে বহাল রাখল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে যে, রায়গঞ্জ নয়, অনিকেত মাহাতোকেই পোস্টিং দিতে হবে কলকাতার আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করার জন্য স্বাস্থ্য দফতরকে স্পষ্ট নির্দেশ দিয়েছে আদালত।
এর আগে কলকাতা হাই কোর্ট জানিয়েছিল, অনিকেত মাহাতোর পূর্বনির্ধারিত পোস্টিং বদল করে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজে নিয়োগ দিতে হবে। সেই রায়ের বিরুদ্ধে আপিল করা হলেও সুপ্রিম কোর্ট তাতে কোনও হস্তক্ষেপ করেনি। বরং হাই কোর্টের সিদ্ধান্তকেই সমর্থন জানিয়ে শীর্ষ আদালত পরিষ্কার বলে দিয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যেই অনিকেতের নতুন কর্মস্থলে যোগদানের সুযোগ করে দিতে হবে।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, আদালতের নির্দেশ মেনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। আগামী দুই সপ্তাহের মধ্যেই সমস্ত প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করে অনিকেত মাহাতোর আরজি করে যোগদান নিশ্চিত করা হবে বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে।




















