শিক্ষাক্ষেত্রে যে অনিয়ম দেখা যাচ্ছে তার পূর্ণাঙ্গ রিপোর্ট চাইল মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে গতকাল ও আজ কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান একাধিক কর্মসূচির মধ্যে ছিল আজ তার দ্বিতীয় দিন প্রথমে তিনি তিরঙ্গা দিবস যাত্রা শুরু করেন ! কাশীপুর মা গঙ্গা ঘাটে পূজা করেন ও কৈলাস ধাম মন্দিরে বাবা মহাদেবের জলঅভিষেক করেন! পরে রাজ্য বিজেপির দপ্তরে আসেন তার কর্মসূচি অনুযায়ী এখানে একাধিক বরিষ্ঠ রাজ্য নেতা অন্যান্য পদ অধিকারী পুরনো ও বর্তমান বিজেপি নেতাদের সঙ্গে একান্তে কথা বলেন!
স্বাধীনতার আগে যারা ভারতবর্ষকে স্বাধীন করার জন্য এসব বীর পরাক্রান্ত যে সকল মনীষীরা দেশের জন্য গৌরবান্বিত করেছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য ঋষি অরবিন্দের মাগদর্শন বঙ্কিম চট্টোপাধ্যায়ের গানের মধ্যে দিয়ে বীর বিক্রম বাঘাযতীনের সামনে থেকে লড়াইয়ের ব্রিটিশদের বিরুদ্ধে কিভাবে এই সকল বীর বিক্রম লড়াই করেছে দেশের জন্য নতুন যে শিক্ষানীতি আসছে ভারতবর্ষে সেখানে এসব পাঠ্যসূচী প্রথম ভাগে থাকবে!
দেশকে জানার কিভাবে স্বাধীনতার উত্তরোত্তর কিভাবে এদের দেশের জন্য যোগদান ছিল তাই নতুন কাড়াকুলাম সিস্টেম নিয়ে আসতে চলেছে কেন্দ্রীয় শিক্ষানীতি মাধ্যমে! NCRC কে এর অনুরোধ রাখতে বললেন! আগামী প্রজন্ম এর সম্বন্ধে যাতে জানতে পারে অনুশীলনের মাধ্যমে প্রেরণা আসবে সেই ব্যবস্থাটা করবে কেন্দ্রীয় শিক্ষা নীতি!
আরও পড়ুন- কালিন্দী নদীর পারে ম্যানগ্রোভ লাগিয়ে সুন্দরবনকে বাঁচাতে স্বয়ং বিডিও বিধায়ক
পশ্চিমবাংলায় মা সরস্বতীর ভূমি এখানে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে, শিক্ষক নিয়ে ক্ষেত্রে অনেক অনিয়ম বেনিয়াম হয়েছে! সেটা হাইকোর্টে মামলা চলছে, হাইকোর্ট সিবিআইকে ও ইনফোর্সমেন্ট ডিরেক্টর এর এর মাধ্যমে তদন্ত হচ্ছে! এই সবগুলোই সবার সামনে চলে এসছে! গতকাল কিছু হবু শিক্ষক যারা ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন যোগ্যপ্রার্থী হিসেবে যারা পোস্ট টিচারও আছে।
নবম ও দশম ক্লাসের যে টিচার নিয়োগে দুর্নীতি হয়েছে তার সমস্ত রিপোর্ট যেটা কোর্টে দেয়া হয়েছে সেই রিপোর্ট তাকেও তুলে দিয়েছেন তার হাতে হবু শিক্ষকেরা! যদি এইরকম হয়ে থাকে অব্যবস্থা। তাহলে সত্যিই চিন্তা দায়ক তার জন্য তিনি যত শীঘ্র সম্ভব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে পূর্ণাঙ্গ রিপোর্ট পেশ করতে বলা হয়েছে!