নিজস্ব সংবাদদাতা ,বীরভূম:-ভগবানের দর্শন থেকে আবারো বঞ্চিত ভক্ত, কারণ করোনা ভাইরাস।তাই ১লা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ তারাপীঠ মন্দির।প্রত্যেক মুহূর্তে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার ছবিটাও একই । আক্রান্তের সংখ্যায় লাগাম টানতে ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে আগস্ট মাস পর্যন্ত সপ্তাহে দু’দিন রাজ্যব্যাপী পূর্ণ লকডাউনের ঘোষণা করা হয়েছে এবার এই ক্রমবর্ধমান আক্রান্তের সংখ্যার দিকে নজর রেখে তারাপীঠ মন্দির কমিটির তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হলো আগামী ১লা আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে তারাপীঠ মন্দির।
দেশে সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পর মার্চ মাস থেকে আগত পুণ্যার্থীদের জন্য তারাপীঠ মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। সংক্রমণের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয় মন্দির কমিটির পক্ষ থেকে। দীর্ঘ ৯৩ দিন মন্দির বন্ধ থাকার পর জুন মাসের ২৩ তারিখ রথযাত্রা দিনে মন্দিরের দরজা খুলে দেওয়া হয় পূণ্যার্থীদের জন্য। তবে মন্দিরের দরজা খুলে দেওয়া হলেও স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে পুজো দেওয়ার অনুমতি দেওয়া হয় এবং মন্দিরের গর্ভগৃহে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। তবে এসবের পর নতুন করে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আলোচনার পরিপ্রেক্ষিতে পুনরায় মন্দিরের দরজা পুণ্যার্থীদের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নিল মন্দির কমিটি।তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় বন্দ্যোপাধ্যায় জানান, “পরিস্থিতির কথা মাথায় রেখেই আমাদের এমন সিদ্ধান্ত নিতে হলো। ১লা আগস্ট থেকে সাধারণ পুণ্যার্থীদের জন্য অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হবে তারাপীঠ মন্দিরের দরজা। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় মন্দিরের দরজা খুলে দেওয়া হবে।”