অনিশ্চয়তায় অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় কর্মীদের অপেক্ষা দীর্ঘতর

অনিশ্চয়তায় অষ্টম পে কমিশন, কেন্দ্রীয় কর্মীদের অপেক্ষা দীর্ঘতর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



রাজ্য – সপ্তম পে কমিশন কার্যকর হয়েছিল ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে। এর প্রায় এক দশক পরে কেন্দ্রীয় কর্মীরা অষ্টম পে কমিশনের দিকে তাকিয়ে ছিলেন। নিয়ম অনুযায়ী অষ্টম পে কমিশন ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও এবার সেই সম্ভাবনা অনিশ্চিত হয়ে পড়েছে। সর্বভারতীয় সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে, বাজেটে অষ্টম বেতন কমিশনের জন্য কোনও বরাদ্দ না থাকায় ২০২৬ সালেও নতুন কমিশন কার্যকর নাও হতে পারে।

এর আগে বাজেটের আগে মোদি সরকার অষ্টম পে কমিশন গঠনের ঘোষণা করেছিল এবং জানিয়েছিল, শীঘ্রই চেয়ারম্যান ও দুই সদস্য নিয়োগ করা হবে। কমিশন আগামী বছরের শুরুতে তাদের সুপারিশ জমা দেবে বলে জানা গিয়েছিল। একই সময়ে সপ্তম বেতন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা থাকায় ধারণা ছিল যে কেন্দ্রীয় কর্মীরা ২০২৬ সালেই নতুন বেতনের আওতায় আসবেন। কিন্তু বাজেটে বরাদ্দ না থাকায় বিষয়টি আরও পিছিয়ে যেতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে।

অষ্টম পে কমিশন কার্যকর হলে ন্যূনতম মূল বেতন ১৮৬ শতাংশ বৃদ্ধি পেতে পারে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মূল বেতন ১৮ হাজার টাকা এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ন্যূনতম পেনশন ৯ হাজার টাকা। নতুন কমিশন কার্যকর হলে এই বেতন এক লাফে ৪৮ হাজার ৩৬০ টাকা এবং ন্যূনতম পেনশন ২৫ হাজার ৭৪০ টাকায় পৌঁছতে পারে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top