অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মদিন উপলক্ষে মহোৎসব। মালদাহের খয়ের তলা সৎসঙ্গ কেন্দ্রে যুগ পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষে এদিন মহোৎসবের আয়োজন করা হয়।
প্রতিবছরের মতো এ বছরও এই উৎসব পালন হচ্ছে। উদ্যোক্তারা জানান, বিগত দু’বছর করোনা কালিন এই উৎসব সেভাবে পালন করা হয়নি।
করোনার রেশ কাটিয়ে এ বছর এই উৎসবে সকল ভক্তরা আনন্দ সহকারে যোগদান করে উৎসব পালন করছে।
সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্যে এই দিনটি পালন করা হচ্ছে, বাউল সংগীত, ভক্তিমূলক গান, ভক্তি কথা প্রভৃতি বিভিন্ন কর্মসূচি এইদিন অনুষ্ঠানে পরিবেশন করা হয়। ।প্রায় ৫০০০ হাজার ভক্ত এই পংক্তি ভোজে অংশগ্রহণ করে। পংক্তি ভোজে খিচুড়ির সবজি সহ বিভিন্ন পদ রান্না করা হয়।
এই অনুষ্ঠান ঘিরে, বিভিন্ন জায়গা থেকে যেমন, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, অমৃতি, মালদা থেকে অগণিত ভক্তের বহু ভক্তের সমাগম আজ এখানে হয়েছে। উৎসবের দায়িত্বে থাকা,সুজিত কুমার পোদ্দার,শ্যামল পোদ্দার, চিত্তরঞ্জন মন্ডল , পুষ্পল সিনহা, উৎপল পোদ্দার,বেচু কর্মকার, আশিষ পোদ্দার জানান, প্রতিবছরের মত এবছরও যথাযথ নিষ্ঠার সাথে ঠাকুরের এই উৎসব পালন করা হচ্ছে, এবং এই উৎসবে ভেদাভেদ ভুলে মানুষ অংশগ্রহণ করেছে।
আরও পড়ুন – মিঠুনের সেটে খাবার দিতেন বাবা, এখন আমি তাঁর সিনেমার প্রযোজক : দেব
উল্লেখ্য, অনুকূল চন্দ্র ঠাকুরের জন্মদিন উপলক্ষে মহোৎসব। মালদাহের খয়ের তলা সৎসঙ্গ কেন্দ্রে যুগ পুরুষোত্তম প্রেমময় শ্রী শ্রী অনুকূল চন্দ্রের শুভ ১৩৫ তম জন্মোৎসব উপলক্ষে এদিন মহোৎসবের আয়োজন করা হয়। প্রতিবছরের মতো এ বছরও এই উৎসব পালন হচ্ছে। উদ্যোক্তারা জানান, বিগত দু’বছর করোনা কালিন এই উৎসব সেভাবে পালন করা হয়নি।
করোনার রেশ কাটিয়ে এ বছর এই উৎসবে সকল ভক্তরা আনন্দ সহকারে যোগদান করে উৎসব পালন করছে।
সকাল থেকে নানান অনুষ্ঠানের মধ্যে এই দিনটি পালন করা হচ্ছে, বাউল সংগীত, ভক্তিমূলক গান, ভক্তি কথা প্রভৃতি বিভিন্ন কর্মসূচি এইদিন অনুষ্ঠানে পরিবেশন করা হয়। ।প্রায় ৫০০০ হাজার ভক্ত এই পংক্তি ভোজে অংশগ্রহণ করে। পংক্তি ভোজে খিচুড়ির সবজি সহ বিভিন্ন পদ রান্না করা হয়।
এই অনুষ্ঠান ঘিরে, বিভিন্ন জায়গা থেকে যেমন, চাঁচল, হরিশ্চন্দ্রপুর, অমৃতি, মালদা থেকে অগণিত ভক্তের বহু ভক্তের সমাগম আজ এখানে হয়েছে। উৎসবের দায়িত্বে থাকা,সুজিত কুমার পোদ্দার,শ্যামল পোদ্দার, চিত্তরঞ্জন মন্ডল , পুষ্পল সিনহা, উৎপল পোদ্দার,বেচু কর্মকার, আশিষ পোদ্দার জানান, প্রতিবছরের মত এবছরও যথাযথ নিষ্ঠার সাথে ঠাকুরের এই উৎসব পালন করা হচ্ছে, এবং এই উৎসবে ভেদাভেদ ভুলে মানুষ অংশগ্রহণ করেছে।