কলকাতা – বাংলাদেশি অনুপ্রবেশকারীদের নিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি—ভারতে এত অনুপ্রবেশকারীর ঢোকার দায়ভার সীমান্তরক্ষী বাহিনী BSF ও রাজ্যের পুলিশ—উভয় পক্ষেরই। আরও এক ধাপ এগিয়ে তিনি অভিযোগ তুলেছেন, “পুলিশ–BSF পয়সার জন্য সব করে।”
এক সাংবাদিকের প্রশ্ন ছিল—বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এত সংখ্যায় দেশে ঢুকে পড়ল কীভাবে? সীমান্তে BSF এবং রাজ্যের ভেতরে পুলিশ—তাহলে দায়ভার কার? জবাবে দিলীপ ঘোষ বলেন, “দায়ভার উভয় পক্ষেরই। পুলিশ–BSF পয়সার জন্য করে সব। সাধারণ মানুষের কোনও দায়িত্ব নেই? তাদের কারণেই আমাদের এত সমস্যা হচ্ছে।”
তার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন রাজনৈতিক তরজা। নিরাপত্তা সংস্থা ও পুলিশকে ঘিরে এমন প্রকাশ্য অভিযোগে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।




















