অনুব্রত অনেক সম্পদের মালিক

অনুব্রত অনেক সম্পদের মালিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

অনুব্রত অনেক সম্পদের মালিক ১৪ তারিখ আগস্ট বেহালাতে বক্তব্য রেখেছিলেন মুখ্যমন্ত্রী এই উত্তরগুলো মমতা ব্যানার্জি দেওয়া উচিত! যে টাকা পাওয়া যাচ্ছে অনুব্রত একার নয় সরাসরি এটা তৃণমূলের পার্টির টাকা ওর সঙ্গে যুক্ত আছেন!

একটি টিভি চ্যানেল ের মালিকের বাড়িতে ইনকাম ট্যাক্স রেড হয়। পলিটিক্যাল ইলেক্টোরাল Bond কয়েক কোটি টাকা স্টেট ব্যাংক থেকে কেটে দিয়েছে ব্যবসায়ী এটা ওনার বাড়ি থেকে পাওয়া গেছে!
চাকরি খাওয়ার ক্ষেত্রে বিরোধী দলনেতা নেই! প্রাইমারি আপার প্রাইমারি এপ্লিকেশন পর্যন্ত করেনি, ২০১৫ সালের ৩১ শে মার্চ Basic ট্রেনিং ছাড়া নিয়োগ করা যাবে ! ২০১৫ সালে বেশি ট্রেনিং ছাড়াই চাকরি হয়েছে অনেকের!

 

শিক্ষা ক্ষেত্রে গত ১১ বছরে ৭৫ হাজার নিয়োগ হয়েছে তার মধ্যে ৫ হাজার মেধাযুক্ত! ৫০ হাজার চাকরি ঘুষের বিনিময়ে! বাকিটা নেতা মন্ত্রীদের আত্মীয়-স্বজনকে দেওয়া হয়েছে! মন্ত্রী স্বপন দেবনাথ বাড়িতে দুজন আছে এই স্কুলে যায় না এমনি বেতন পেয়ে যায়!

 

দীর্ঘদিন আন্দোলনের মধ্যে দিয়ে যারা পথে বসে আছে এসএসসি চাকরি প্রার্থীরা মাতঙ্গিনী হাজরা মূর্তি ও গান্ধী মূর্তি সামনে সামনে যারা ssc প্রাইমারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছে! রাজনৈতিকভাবে বাইরে থাকা বৃহৎ অংশের মানুষ জাস্টিস অভিজিৎ গাঙ্গুলিতে কুর্নিশ জানাচ্ছে!

আরও পড়ুন – আসানসোল আদালতে নাবালিকাকে ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত সৎ বাবা

এই সরকারটা পুরো দেউলিয়া! টাকা পর্যন্ত তুলতে দিচ্ছে না সরকারি কর্মচারীদের! জরুরি হলে তবেই দিচ্ছে দপ্তর এইটা ঘোষণা করেছে! পুরনো দিনের মাস্টারমশাইরা মানুষ শ্রদ্ধা তোকে দেখে এই ধরনের ঘটনা অবাঞ্চনীয়! শিক্ষক দিবসের আগে এইরম একটা মর্মান্তিক ঘটনা মধ্য দিয়ে মমতা ব্যানার্জি নেতৃত্বে মোগো শ্রীলংকা হয়ে গেছে! 100দিনের কাজ থেকে অন্যান্য কাজে কেন্দ্রীয় সরকার যেভাবে চেপে ধরেছে দুর্নীতির জন্য! রাজ্য সরকার Hadco থেকে থেকে ৫০০০ টাকা লোন নেবেন ,আগামীদিনের নবান্ন বেঁচে দেবেন!

 

মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এই সব করছো ,আজকে অনুব্রত মণ্ডলের সম্পত্তির পাওয়া যাচ্ছে কোর্টে অনুব্রত মন্ডলের TET না দিয়ে ছয় জনের চাকরি , এই সব থেকে দৃষ্টি ঘোরানোর জন্য হোডিং লাগানো হয়েছে! মুখ্যমন্ত্রী যখন বলেন ২৯৪ কেন্দ্রে আমি প্রার্থী আবার পার্থ চ্যাটার্জি ধরা পড়লে বলেন আমার দলের কেউ নাই! এটা প্রচারের অভিমুখ তাকে পরিবর্তন করার পন্থা! অনুব্রত অনেক সম্পদের মালিক

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top