অনুব্রত মন্ডলের গ্রেপ্তারে পর বাম, বিজেপি সহ বিরোধীদের ঢাকঢোল সহ মিছিল জেলার বিভিন্ন প্রান্তে। বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যায় অনুব্রত মণ্ডলকে গরু পাচার কান্ডে । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার নানা প্রান্তে বাম, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক শিবিরে আনন্দের উচ্ছাস। এদিন বীরভূমের রামপুরহাট শহরে ঢোল বাজিয়ে এবং চোর ধরো জেলার ভরো শ্লোগান সহকারে মিছিল বের করল সিপি আই এম , ডি ওয়াই এফ আই অন্যদিকে বিজেপি ও পৃথকভাবে মিছিল করে।
ডাকবাংলো মোড়ে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে থেকে মিছিল বের হয়ে রামপুরহাট শহর পরিক্রমা করে।শ্লোগান ছিল চোর ধরো, জেল ভরো। দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান। রামপুরহাট শহর বিজেপি র পক্ষ থেকেও অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার আনন্দে ঢাক ঢোল বাজিয়ে এবং নুকূলদানা বাতাসা নিয়ে মিছিল বের করা হয়।অনুরূপ ভাবে বোলপুর, রাজনগর সহ বিভিন্ন এলাকায় মিছিল বের হয় বলে জানা যায়।
আরও পড়ুন – চেতলা রাখী সংঘ ক্লাবের প্রভাত ফেরীতে অংশগ্রহণ করলেন ফিরহাদ হাকিম
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে বোলপুরের বাড়ি থেকে সিবিআই গ্রেফতার করে নিয়ে যায় অনুব্রত মণ্ডলকে গরু পাচার কান্ডে । সেই ঘটনার পরিপ্রেক্ষিতে জেলার নানা প্রান্তে বাম, বিজেপি সহ বিরোধী রাজনৈতিক শিবিরে আনন্দের উচ্ছাস। এদিন বীরভূমের রামপুরহাট শহরে ঢোল বাজিয়ে এবং চোর ধরো জেলার ভরো শ্লোগান সহকারে মিছিল বের করল সিপি আই এম , ডি ওয়াই এফ আই অন্যদিকে বিজেপি ও পৃথকভাবে মিছিল করে। ডাকবাংলো মোড়ে বামফ্রন্টের দলীয় কার্যালয়ে থেকে মিছিল বের হয়ে রামপুরহাট শহর পরিক্রমা করে।
শ্লোগান ছিল চোর ধরো, জেল ভরো। দড়ি ধরে মারো টান, রানি হবে খান খান। রামপুরহাট শহর বিজেপি র পক্ষ থেকেও অনুব্রত মণ্ডলকে সিবিআই গ্রেফতার করার আনন্দে ঢাক ঢোল বাজিয়ে এবং নুকূলদানা বাতাসা নিয়ে মিছিল বের করা হয়।অনুরূপ ভাবে বোলপুর, রাজনগর সহ বিভিন্ন এলাকায় মিছিল বের হয় বলে জানা যায়।