২৯ ডিসেম্বর, বন্যপ্রাণ আইনকে বুড়োআঙুল।সংরক্ষিত বনাঞ্চল ঘেঁষা এলাকায় ড্রোন ক্যামেরা ব্যবহার করে ছবির শুটিং করার অভিযোগ উঠল সৃজিত মুখোপাধ্যায়ের বিরুদ্ধে। জানা গিয়েছে, নিয়ম নিয়ে ধোঁয়াশা থাকার জন্যই এই বিপত্তি।অনিচ্ছাকৃত ভাবে ভুল করলেও জরিমানা দিতে রাজি সৃজিত।
গরুমারা জাতীয় উদ্যানে শুটিংয়ের জন্য উড়েছিল ড্রোন। মূর্তি নদীর মেটেলি ব্লকের পর্যটন কেন্দ্র মূর্তির ধারে বৃহস্পতিবার সকাল থেকেই ফেলুদা ওয়েব সিরিজের শুটিং শুরু হয়।আর তাতেই ব্যবহার করা হয় ড্রোন ক্যামেরা। অনুমতি ছাড়াই এরূপ কাজ করে বিতর্কের মুখে পড়লেন পরিচালক।
জানা যায়, প্রথম থেকেই দর্শকের ভূমিকায় ছিলেন বন কর্মীরা। তাঁদের দাবি, অনুমতির কথা জানিয়েছিল শুটিংয়ের লোকেরা। পরে সংবাদমাধ্যম এ নিয়ে প্রশ্ন তুললে ড্রোন-ক্যামেরায় শুটিং করা বন্ধ করে দেওয়া হয়।তবে সকাল থেকে দুপুর পর্যন্ত শুটিং চললেও তা নিয়ে প্রথম থেকে কোনও আপত্তিই করেনি প্রশাসন ও বনদফতর।
সন্ধ্যায় জেলা বনাধিকারিকের সঙ্গে শুটিং ইউনিটের কথা হয়। তখনই জরিমানা দাবি করা হয়। শুটিং ইউনিটের পক্ষ থেকে তখনই জানিয়ে দেওয়া হয় যে, অনিচ্ছাকৃত ভাবে ভুল করে থাকলেও তাঁরা জরিমানা দিতে প্রস্তুত।সৃজিত মুখোপাধ্যায়ের কথায়, “ওঁরা জানিয়েছেন, ড্রোনের শট নিতান্তই নিতে হলে দিল্লি থেকে বিশেষ অনুমতি নিতে হবে। আমরা সেজন্য আবেদন করছি”।