অনুমোদন মিললেও তুফানগঞ্জে ব্লাড ব্যাঙ্ক তৈরির কাজ শুরু না হওয়ায় ক্ষোভ। তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্ক তৈরির অনুমোদন মিলেছে মাস খানেক আগে।কিন্ত অনুমোদন পাওয়ার পরেও এখনও পর্যন্ত তার প্রাথমিক কাজ শুরু না হওয়ায় ক্ষোভ জমতে শুরু করেছে তুফানগঞ্জ মহকুমা জুড়ে। তুফানগঞ্জের স্থানীয় বাসিন্দা তথাপ্রাক্তন সেনা আধিকারিক অমল চন্দ্র দেব জানান, দীর্ঘদিন বাদে ব্লাড ব্যাঙ্কের অনুমোদন মিলেছে তবে এর কাজ দ্রুত শুরু করা উচিত এখন স্বাস্থ্য দপ্তরের।
তুফানগঞ্জ শহরের বাসিন্দা তথা পেশায় বীমা কর্মী সঞ্জীব পাল বলেন , নির্মাণের অনুমোদন মেলায় খুশি সকলে তবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে দ্রুত অর্থ বরাদ্দের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ রূপের এই ব্লাড ব্যাংকের নির্মাণের কাজ দ্রুততার সঙ্গে শুরু করা উচিত। বিষয়টি নিয়ে যোগাযোগ করা হয়েছিল রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের সাথে তিনি জানান নির্দিষ্ট সময়ে কাজ শুরু হয়ে যাবে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে।
আরও পড়ুন – বিএসএফের উদ্যোগে সীমান্তবর্তী এলাকায় শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান
তুফানগঞ্জ মহকুমা হাসপাতালের সুপার ডাঃ মৃণাল কান্তি অধিকারী বলেন, স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে অর্থ বরাদ্দ হলেই কাজ শুরু হয়ে যাবে। তুফানগঞ্জ পৌর এলাকার ৭ নং ওয়ার্ডে অবস্থিত তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে মহকুমার ২৫টি গ্রাম পঞ্চায়েত তুফানগঞ্জ পৌরসভার ১২টি ওয়ার্ড ও পার্শ্ববর্তী অসাম রাজ্যের কোকরাঝাড় ধুবড়ি ও গৌরীপুর এলাকার মানুষও নির্ভরশীল।মূলত এই এলাকায় বেসরকারি কোন ব্লাড ব্যাঙ্ক না থাকার দরুন রোগীর আত্মীয় পরিজনদের ছুটতে হয় কোচবিহারের বিভিন্ন জায়গায়। অনুমোদন মিললেও