সাইন প্রোডাকশনের ছবি ‘অনুরাগ’ এর পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল। কলকাতা প্রেস ক্লাবে টুডে সাইন প্রাইভেট লিমিটেড প্রযোজিত সাইন প্রোডাকশনের ছবি ‘অনুরাগ’ এর পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল। ছবির ট্রেলর ইতিমধ্যেই সিনে প্রেমীদের মধ্যে আলোড়ন ফেলে দিয়েছে। এক রাতে ঘটে যাওয়া এক অভাবী দম্পতির ভালবাসা বাজী রাখার কাহিনী নিয়ে তৈরী এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘অনুরাগ’।
৩৫ মিনিটের এই ছোট ছবিতে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং আনন্দ শঙ্কর চৌধুরী। অভিনেতা দেবদূত ঘোষ জানালেন, ‘পরিচালক শান্তনু আমার বহুদিনের পরিচিত। আমরা’ ‘হুইলচেয়ার’ নামে একটি ছবি শুরু করার পরিকল্পনা করেছিলাম। যে ছবিতে মূল অভিনেতা হিসেবে থাকার কথা ছিল কিংবদন্তী সৌমিত্র চট্টোপাধ্যায়ের।
অভিনেতা দেবদূত ঘোষ বলেন, কিন্তু অনেক কারণে সেই ছবি হয়নি। পরবর্তীকালে শান্তনু এই ছোট ছবির গল্পটা শোনায়, আমি গল্পটা শুনেই রাজি হয়ে যায়। ছবিতে আমার চরিত্রটা দারুন ইন্টারেস্টিং এবং চ্যালেঞ্জিং। প্রথমত পুরো ছবিটাই আউটডোরে একটা আন এক্সপোজড পিকটোরিয়াল গ্রাম বাংলার ব্যাকড্রপে শুটিং হয়েছে। এবং আমার চরিত্রটা এক রাতে পাল্টাতে পাল্টাতে শেষ পরিনতি কি হয় সেই গল্পই শোনাবে।
ছবিতে অভিনয়ে যোগ্য সঙ্গ দিয়েছেন প্রিয়াঙ্কা এবং আনন্দ শঙ্কর। ছবির শুটিং হয়েছে বর্ধমানের মানগড় এলাকায়’। ছবির গল্প চিত্রনাট্য, সংলাপ পরিচালকের নিজের। সঙ্গীত রাজ নারায়ন দেবের। ব্যবহৃত হয়েছে রবীন্দ্রসঙ্গীতের সুর।
ছবিটির পরিচালক শান্তনু সিনহা জানালেন, ‘ছবিটি প্রথমে বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠানো হবে এবং তারপর আগামী বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পাবে।
উল্লেখ্য, এই ছবির ট্রেলর প্রকাশের সঙ্গে সঙ্গেই সমাজের সিনে প্রেমী বিভিন্ন মহল থেকে প্রশংসার ঢেউ উঠেছে। দীর্ঘিদিন ধরেই জল্পনা ছিলো। কবে বের হবে সাইন প্রোডাকশনের ছবি? অবশেষে ঘটলো সেই কল্পনার অবসান। অগণিত সিনে প্রেমী মানুষের মনের সেই আশা পূর্ণ করে সাইন প্রোডাকশনের ছবি ‘অনুরাগ’ এর পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেল। কলকাতা প্রেস ক্লাবে আয়জীট টুডে সাইন প্রাইভেট লিমিটেড প্রযোজিত সাইন প্রোডাকশনের ছবি ‘অনুরাগ’ এর পোস্টার ও ট্রেলার লঞ্চ হয়ে গেলো অগণিত গুণী মানুষের উপস্থিতিতে। ছবির ট্রেলর ইতিমধ্যেই সিনে প্রেমীদের মধ্যে ব্যাপকভাবে আলোড়ন ফেলে দিয়েছে।
আর ও পড়ুন ট্রেনে চেপেই উত্তরবঙ্গে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
জানা গিয়েছে, এক রাতে ঘটে যাওয়া এক অভাবী দম্পতির ভালবাসা বাজী রাখার কাহিনী নিয়ে তৈরী এই স্বল্প দৈর্ঘ্যের ছবি ‘অনুরাগ’। যে গল্প স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মন ছুঁয়ে যাবে বলে মনে করছেন ছবির অভিনেতা অভিনেত্রী ও কলাকুশলীরা। স্বল্প দৈর্ঘ্যের ৩৫ মিনিটের এই ছোট ছবিতে রয়েছে চমক আর রোমাঞ্চের মিশেল বাতাবরণ। যা দর্শকদের টানটান আগ্রহে ডুবিয়ে রাখবে। এই ছবিতে উল্লেখযোগ্যভাবে অভিনয় করেছেন দেবদূত ঘোষ, প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং আনন্দ শঙ্কর চৌধুরী।