অনুষ্কার জন্মদিনে দুষ্টুমিষ্টি পোস্ট বিরাটের!

অনুষ্কার জন্মদিনে দুষ্টুমিষ্টি পোস্ট বিরাটের!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিনোদন – আজ অর্থাৎ ১ মে, ৩৭-এ পা দিলেন অনুষ্কা শর্মা। আর প্রতি বছরই বিরাট কোহলির উইশের অপেক্ষা করেন অনুরাগীরা।দেরি হলেও সোশ্যাল মিডিয়ায় উইশ করতে ভোলেন না ভারতীয় ক্রিকেট অধিনায়ক বিরাট কোহলি। বিকেল হতেই ইনস্টাগ্রামে স্ত্রীকে নিয়ে লম্বা একটা পোস্ট করেন।



একসঙ্গে দু’জনের একটি ছবি পোস্ট করে বিরাট লেখেন, ‘আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, আমার জীবনসঙ্গিনী, আমার নিরাপদ আশ্রয়, আমার সব কিছু। তুমি আমাদের জীবনের পথ দেখানো আলো। আমি তোমাকে প্রতিদিন আরও বেশি করে ভালবেসে ফেলছি। জন্মদিনের অনেক শুভেচ্ছা, আমার ভালবাসা অনুষ্কা শর্মা।’পোস্টটি করার সঙ্গে সঙ্গে তাতে প্রচুর লাইক পড়তে শুরু। ইতিমধ্যেই কমেন্ট বক্সে অনুরাগীরা বিভিন্ন উইশ করতে শুরু করেছেন। এক ব্যক্তি লিখেছেন, ‘এদের দু’জনকে একসঙ্গে দেখলে আমার চোখ সরতে চায় না। কী অসম্ভব সুন্দর লাগে।’ অন্য একজন কমেন্টে লেখেন, ‘আপনারা সব সময় এমনই থাকবেন। আমি বিরাটের উইশের অপেক্ষা করছিলাম সারাদিন। এবার শান্তি হল।’২০১৭ সালে দীর্ঘ ছয় বছরের প্রেমের পর ইতালির এক ব্যক্তিগত অনুষ্ঠানে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। তাঁদের পরিবারে বর্তমানে দুই সন্তান—ভামিকা ও অকায়। অনুষ্কার জন্মদিনে বিরাটের এই উইশ সোশ্যাল মিডিয়ায় ঝড়ের বেগে ভাইরাল হয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top