অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে মারপিটের ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য, বুধবার রাতে হাওড়ার বানিয়ারাতে সেবক সংঘ ক্লাবের অনুষ্ঠানে মাইক বাজানোকে কেন্দ্র করে ক্লাবের সদস্যদের মধ্যে হাতাহাতি হয়। এমনকি ক্লাবের সভাপতির উপর হামলা চালানো হয় বলেই অভিযোগ ওঠে। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে খবর, রাত এগারোটা বেজে গেলেও মাইক চলছিল। যার জেরে ক্লাবের কিছু সদস্য বিরোধিতা করে।
এরপর দুই পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এই ঘটনায় কয়েকজন আহত হয়। হাতাহাতির মধ্যে ক্লাবের সভাপতি এসে দুই পক্ষকে আটকায়। পরের দিন এই বিষয় নিয়ে কথা হবে বলে তিনি আহত এক ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসেন। এরপর যারা মাইক বাজাচ্ছিল তাদের মধ্যে বেশ কয়েকজন লোক দল বেঁধে এসে হাসপাতালেই চড়াও হয় ক্লাবের সভাপতির উপর।
আরও পড়ুন- ফের প্রাতঃভ্রমণণে বেরিয়ে তৃণমূল সরকারকে আক্রমণ শানালেন দিলীপ ঘোষ
হাসপাতালের ভিতরেই মাটিতে ফেলে তাকে বেধড়ক মারধর করে বলেই অভিযোগ উঠেছে। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়ে হাসপাতালের কর্তব্যরত কর্মচারীরাও। হাসপাতালের কর্মরত মেডিক্যাল অফিসার ডাক্তার অলভিয়া বলেন, হঠাৎ করে একদল লোক এসে ভেতরে ঢুকে ওই ব্যক্তিকে টেনে বাইরে নিয়ে যায়। তাকে বেধড়ক মারধর করে। হাসপাতালের বাইরেও ভাঙচুর চালায় তারা। এই ধরনের ঘটনা কোনোদিন তিনি চাক্ষুষ করেননি। এই প্রথম তার কর্মজীবনে এই ধরনের ঘটনা ঘটলো। যথেষ্টই আতঙ্কিত হয়ে আছেন এই ঘটনা দেখে।
যদিও হাসপাতালের বাইরে একটি এম্বুলেন্সেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ ওঠে। ক্লাবের সভাপতি আব্দুল আলী মিদ্দে জানান, তাকে ক্লাবের সামনেই মারধর করা হয়। এরপরে তিনি হাসপাতালে আসেন প্রাথমিক চিকিৎসা করতে। এখানেও জনৈক আব্বাস শেখ, আনোয়ার শেখ সহ বেশ কয়েকজন লোক এসে হাসপাতালের ভেতরে ঢুকে তাকে মারধর করে। চেন দিয়ে তার উপরে পেছন থেকে হামলা চালানো হয় বলেই অভিযোগ করেন তিনি। পাশাপাশি তাদের বাইক ও এম্বুলেন্স ভাঙচুর করা হয়। তিনি অভিযোগ করে বলেন, হাসপাতালে পুলিশ উপস্থিত ছিল। পুলিশের সামনেই তাকে মারধর করে অথচ সব দেখেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।