পুরুলিয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রিতীর ভাইফোঁটা। নানা ভাষা নানা মত নানা পরিধান । বিবিধের মাঝে দেখো মিলন মহান । ভাইফোঁটার দিনে রবি ঠাকুরের কবিতার এই লাইনটি বাস্তবে রূপ পেলো । প্রতি বছর ভাইফোঁটার দিনে ফোঁটা নেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের হানিফ শেখ, শেখ ইউনুস, সুজয় বাহাদুর থাপা, অজয় বাহাদুর থাপা, শুভম সরকার-রা। ফোঁটা দেন পূজা ব্যানার্জি, শর্মিষ্ঠা ব্যানার্জি, মৌসুমী আচারিয়া-রা । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । সকাল সকাল কপালে ফোটা দিয়ে ভাই- দাদাদের মঙ্গল কামনা করেন।
ভাইফোঁটার পোশাকি নাম ভাতৃ দ্বিতীয়া । কার্তিক মাসের শুক্ল পক্ষে উদযাপিত হয় । ভাইফোঁটার দিন সকালে সমস্ত নিয়ম মেনে ফোঁটা নেন পুরুলিয়ার রঘুনাথপুরের এই সকল দাদা ও ভাইরা । ভাই বোনের মেলবন্ধনের দিনে ফোঁটা নিয়ে মানবতা অধিকার ও পরিবেশ সুরক্ষা সংগঠনের রাজ্য সম্পাদক হানিফ শেখ বলেন , বিভিন্ন কাজের মাধ্যমে তারা সম্প্রীতির বার্তা দেন। সেক্ষেত্রেও সমাজের বিভিন্ন কোনা থেকে মানুষ তাদের সমালোচনাও করে।
আর ও পড়ুন মহারাষ্ট্রে হাসপাতালে আগুন, জীবন্ত দগ্ধ হয়ে মারা গেলেন ১০ করোনা রোগী
বিশেষত তাদের উদ্দেশ্যে তিনি বলেন , যখন আমাদের পরিবারের কোনো সদস্যের রক্তের প্রয়োজন হয় আমরা ভাবিনা সে কোন জাতি। তখন তার জাতি না কোন গ্রূপ তা জানার প্রয়োজন হয়।
পাশাপাশি , মানবতা অধিকার ও পরিবেশ সুরক্ষা সংগঠনের রাজ্য সভাপতি শেখ ইউনুস, তিনি জানান ,ভারতবর্ষের বিভিন্ন পরিস্থিতিতে যে জাতিগত বিভেদ তারমধ্যেও ভাইফোঁটা নিয়ে সম্প্রীতির বার্তা দেন এবং ভাই-বোনের সম্পর্ক ও সমাজের সাথে মানুষের সম্পর্ক বজায় রাখতে চায়।
উল্লেখ্য, পুরুলিয়ায় অনুষ্ঠিত হলো সম্প্রিতীর ভাইফোঁটা। নানা ভাষা নানা মত নানা পরিধান । বিবিধের মাঝে দেখো মিলন মহান । ভাইফোঁটার দিনে রবি ঠাকুরের কবিতার এই লাইনটি বাস্তবে রূপ পেলো । প্রতি বছর ভাইফোঁটার দিনে ফোঁটা নেন পুরুলিয়া জেলার রঘুনাথপুর শহরের হানিফ শেখ, শেখ ইউনুস, সুজয় বাহাদুর থাপা, অজয় বাহাদুর থাপা, শুভম সরকার-রা। ফোঁটা দেন পূজা ব্যানার্জি, শর্মিষ্ঠা ব্যানার্জি, মৌসুমী আচারিয়া-রা । এবারেও তার ব্যাতিক্রম হয়নি । সকাল সকাল কপালে ফোটা দিয়ে ভাই- দাদাদের মঙ্গল কামনা করেন।