নিজস্ব সংবাদদাতা ২৫ জানুয়ারি ২০২১ শিলিগুড়ি :পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে বিশ্বের দরবারে তুলে ধরতে আগামী ফেব্রুয়ারি মাসের ,৫তারিখ থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল হিমালায়ান কার্নিভাল।
রাজ্যের পর্যটন দপ্তরের সহযোগিতায় হিমালয়ান হসপিটালিটি ট্যুরিজম ডেভলপমেন্ট নেটওয়ার্কের উদ্যোগেই কার্নিভাল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এছাড়াও এই কার্নিভালে সহযোগিতার হাত বাড়িয়েছে গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের, পশ্চিমবঙ্গ বনদপ্তর এবং পর্যটন ব্যবসায়ীদের সংগঠন গুলি। সোমবার শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে কার্নিভালের উদ্যোক্তাদের সাথে পর্যটন মন্ত্রীর বৈঠক হয় এবং এই বৈঠক কার্নিভালের বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হয়। জানা গেছে এই কার্নিভালে পশ্চিমবঙ্গের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরার পাশাপাশি সেখানকার আর্থ সামাজিক, সংস্কৃতি এবং খাওয়া-দাওয়া সবকিছুই তুলে ধরা হবে এই কার্নিভালের মাধ্যমে। এদিন পর্যটন মন্ত্রী গৌতম দেব শিলিগুড়ির মৈনাক টুরিস্ট লজে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, কোভিড পরিস্থিতির পর পশ্চিমবঙ্গের পর্যটন শিল্পকে আবার স্বমহিমায় ফিরিয়ে আনতে এই কার্নিভালের আয়োজন। এছাড়াও এদিন মন্ত্রী জানিয়েছেন এই কার্নিভালে আকর্ষণ বাড়াতে রয়েছে বাইক রেলি এবং বেশ কিছু ছোটো ছোটো অনুষ্ঠান।