অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে আজ ভারতের অভিযান শুরু, প্রথম ম্যাচেই আমেরিকার মুখোমুখি বৈভবরা

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের মঞ্চে আজ ভারতের অভিযান শুরু, প্রথম ম্যাচেই আমেরিকার মুখোমুখি বৈভবরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


খেলা – শুরু হতে চলেছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপ। টানা পাঁচ বছর ধরে ফাইনাল খেলা ভারত এবারও শক্তিশালী দল নিয়ে শিরোপার লক্ষ্যে মাঠে নামছে। প্রতিযোগিতার প্রথম দিনেই আমেরিকার বিরুদ্ধে অভিযান শুরু করবে ভারতীয় দল। জিম্বাবোয়ের বুলাওয়ায়ো শহরের কুইন্স স্পোর্টস ক্লাবে এই ম্যাচ আয়োজন করা হয়েছে। বিশ্বকাপের ময়দানে এবার অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, পাকিস্তানের মতো শক্তিশালী দলগুলিও রয়েছে, ফলে লড়াই যে জমজমাট হতে চলেছে তা বলাই বাহুল্য।
চলতি বছরের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছে জিম্বাবোয়ে ও নামিবিয়া। আয়োজক দেশ হিসেবে জিম্বাবোয়ে সরাসরি মূলপর্বে খেলার সুযোগ পেয়েছে। তারা আইসিসি-র পূর্ণ সদস্য হওয়ায় বিশ্বকাপে অংশগ্রহণ করছে। অন্যদিকে নামিবিয়া পূর্ণ সদস্য না হওয়ায় প্রতিযোগিতায় খেলতে পারছে না, তবে আয়োজক হিসেবে টুর্নামেন্টের সঙ্গে যুক্ত রয়েছে তারা।
গত বিশ্বকাপের প্রথম দশটি দল সরাসরি এই প্রতিযোগিতায় জায়গা করে নিয়েছে। সেই তালিকায় রয়েছে অস্ট্রেলিয়া, ভারত, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, আয়ারল্যান্ড ও বাংলাদেশ। পাশাপাশি আইসিসি-র পাঁচটি জোন থেকে যোগ্যতা অর্জন করে বিশ্বকাপে এসেছে তানজানিয়া, আফগানিস্তান, জাপান, স্কটল্যান্ড ও আমেরিকা। সব মিলিয়ে মোট ১৬টি দল অংশ নিচ্ছে এবারের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে।
বিশ্বকাপের ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আমেরিকা। গ্রুপ ‘বি’-তে খেলবে ইংল্যান্ড, স্কটল্যান্ড, পাকিস্তান ও জিম্বাবোয়ে। গ্রুপ ‘সি’-তে রয়েছে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড ও জাপান। গ্রুপ ‘ডি’-তে জায়গা পেয়েছে দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান ও তানজানিয়া।
ভারতীয় সময় দুপুর ১টায় শুরু হবে ভারতের প্রথম ম্যাচ। তার আগে সাড়ে ১২টায় টস অনুষ্ঠিত হবে। দলের নেতৃত্বে রয়েছেন আয়ুষ মাত্রে। ভারতীয় দলে আছেন আর. এস. অম্বরিশ, কণিষ্ক চৌহান, ডি. দীপেশ, মহম্মদ এনান, অ্যারন জর্জ, অভিগ্যান কুণ্ডু, কিশান কুমার সিং, বিহান মালহোত্রা, উদ্ভব মোহন, হেনিল প্যাটেল, খিলান এ. প্যাটেল, হরবংশ সিং, বৈভব সূর্যবংশী ও বেদান্ত ত্রিবেদী। শক্তিশালী এই দল নিয়ে ফের বিশ্বকাপের মঞ্চে আধিপত্য বজায় রাখাই লক্ষ্য ভারতের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top