‘অনেক হয়েছে আর নয়’, #Me Too মুভমেন্টে অকপট জেনিফার

‘অনেক হয়েছে আর নয়’, #Me Too মুভমেন্টে অকপট জেনিফার

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

১৬ নভেম্বর, ইতিমধ্যে #Me Too আন্দোলনে বলিউডের অনেকেই তাঁদের জিবনের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা আমাদের সামনে রেখেছেন। তবে এই আন্দোলন হলিউডের হাত ধরেই ধুরু হয়েছিল। এবার এই ইস্যুতে মুখ খুললেন হলিউড অভিনেত্রী জেনিফার লোপেজ।

সম্প্রতি এক আলোচনায় তাঁর এই অভিজ্ঞতার কথা উঠে আসে। একজন অভিনেত্রী হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার আগে ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে ভয়ঙ্কর পরিস্থিতির সামনে পড়তেহয় তারই এক অভিজ্ঞতার কথা জানালেন জেনিফার। কেরিয়ারের শুরুতে তাঁকে এক ডিরেক্টর বলেছিলেন, “টপটা খুলে ফেলতে”! জেনিফার উত্তর দেন, “কী দেখতে চান”? তাঁর দাবি বক্ষদেশ দেখার জন্যই এমনটা বলেছিলেন ওই ডিরেক্টর। তবে সাহষি জেনেফার বলেন,” না আপনাকে দেখাব না”!

জেনিফার জানান, যদি সেদিন ডিরেক্টরের কথা তিনি মেনে নিতেন তাহলে হেনস্থা হয়তো আরও বাড়ত। অবশেষে তিনি এই মভমেন্টের হাত ধরে বাস্তবে প্রতিবাদ করতে পেরে খুবই খুশি, এমনটাই জানান তিনি এবং বলেন, “আমরা অবশেষে বলতে পেরেছি, যে অনেক হয়েছে আর নয়”।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top