রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেফতার । রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে হাতেনাতে পাকড়াও করল বড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে রওনা দেবার আগেই এই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ।
শনিবার রাতে ধৃতদের বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট সব ধরনের এলাকা থেকে আটক করে পুলিশ পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে মেলে একটি 7.6’5 m,m (সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর)পিস্তল ও দুটি কার্তুজ।
উল্লেখ্য প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। আর চুরির ঘটনার কিনারা বের করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ, এদিন পুলিশ গোপন সূত্রে খবর এর ভিত্তিতে ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে।
রবিবার ধৃতদের বিরূদ্ধে ৩৯৯/৪০২ আইপিসি এবং ২৫/২৭ আর্মস একট্ আইনে মামলা রুজু করে দিত, ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখ কে কান্দি মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে।
আর ও পড়ুন দুষ্কৃতীদের ধারালো অস্ত্রের এলোপাতাড়ি কোপে গুরুতর জখম দুই ব্যক্তি
উল্লেখ্য, রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক গ্রেফতার । রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে হাতেনাতে পাকড়াও করল বড়োয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ডাকাতির উদ্দেশ্যে রওনা দেবার আগেই এই দুই যুবককে হাতেনাতে আগ্নেয়াস্ত্র সহ আটক করে বড়য়া থানার পুলিশ।শনিবার রাতে ধৃতদের বড়োয়া থানার পাঁচথুপি সর্বশী ঘাট সব ধরনের এলাকা থেকে আটক করে পুলিশ পরে তাদের কাছে তল্লাশি চালিয়ে মেলে একটি 7.6’5 m,m (সেভেন পয়েন্ট সিক্স ফাইভ এম এমর)পিস্তল ও দুটি কার্তুজ।
উল্লেখ্য প্রায় দুই মাস ধরে বড়োয়া থানার একাধিক এলাকায় ঘটেছে দুঃসাহসিক চুরির ঘটনা। আর চুরির ঘটনার কিনারা বের করতে তৎপর হয় বড়োয়া থানার পুলিশ, এদিন পুলিশ গোপন সূত্রে খবর এর ভিত্তিতে ডাকাতির আগেই জড়ো হওয়া দুই যুবককে হাতেনাতে পাকড়াও করে পাঁচথুপি এলাকা থেকে।রবিবার ধৃতদের বিরূদ্ধে ৩৯৯/৪০২ আইপিসি এবং ২৫/২৭ আর্মস একট্ আইনে মামলা রুজু করে দিত, ধৃত রাজেশ শেখ ও শের আলী শেখ কে কান্দি মহকুমা আদালতে তোলা হয় পুলিশের পক্ষ থেকে।