দিল্লি – শুক্রবার ভোরে অন্ধ্রপ্রদেশের কুর্নুল জেলার কাল্লুর মণ্ডলের চিন্নাতেকুর এলাকায় ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী কাবেরী ট্রাভেলসের একটি দূরপাল্লার বাসে আচমকাই আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বাসে, আর কয়েক মিনিটের মধ্যেই তা প্রায় ছাই হয়ে যায়।
প্রাথমিকভাবে জানা গেছে, হাইওয়েতে বাসটির সঙ্গে একটি দু’চাকার গাড়ির সংঘর্ষ হয়। সেই ধাক্কাতেই বাসে আগুন ধরে যায়। ঘটনায় বাসের ভেতরে থাকা একাধিক যাত্রীর মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে অনেকে কোনওক্রমে জানলা ভেঙে ও দরজা দিয়ে বেরিয়ে এসে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন। আহতদের দ্রুত উদ্ধার করে কুর্নুল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দমকলের কয়েকটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা ও পুলিশ একসঙ্গে উদ্ধারকাজে হাত লাগান। ভয়াবহ এই দুর্ঘটনার কারণে জাতীয় সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে।
পুলিশ ইতিমধ্যেই এলাকা ঘিরে ফেলেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে। বাসে ঠিক কতজন যাত্রী ছিলেন, কতজন প্রাণ হারিয়েছেন ও কতজন আহত হয়েছেন—তা জানার চেষ্টা চলছে। প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট বা সংঘর্ষের অভিঘাতেই আগুন ছড়িয়ে পড়ে। এই ভয়াবহ দুর্ঘটনা ঘিরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

















