30 শে মে শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল মাঠে অভিষে-এর জনসভা, প্রস্তুতি খতিয়ে দেখছেন পার্থ ভৌমিক। আগামীকাল 30 শে মে সোমবার বিকেল তিনটের সময় উত্তর 24 পরগনা শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা। এই জনসভার প্রস্তুতি চলছে। এই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক। তার প্রস্তুতিপর্বে এসে পার্থ ভৌমিক বলেন আমরা চৌদ্দটা বিধানসভা দেই কর্মীসভা করেছি। 100 টির অপর সভা-সমিতি করা হয়েছে।
প্রায় 2000 ফ্লেক্স লাগানো হয়েছে এই মিটিং কে কেন্দ্র করে। পার্থ ভৌমিক দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে এক লাখেরও বেশি মানুষ জমায়েত হবে। রাস্তায় লাগানো হবে বড় বড় জায়েন্ট স্ক্রিন নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে জানালেন পার্থ ভৌমিক। সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর তার সাথে কিছু বিজেপি সমর্থক যোগ দেবেন তার তালিকা দিতে বলা হয়েছে তাঁকে। সেই তালিকা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যে সমস্ত নামগুলো পাশে আসবে তাদের আমরা জয়েন করাবো।
আরও পড়ুন – কে অনুগামী সেজে দলের ভিতরে ঢুকে দলের বারোটা বাজাচ্ছে আমি জানি
উল্লেখ্য, আগামীকাল 30 শে মে সোমবার বিকেল তিনটের সময় উত্তর 24 পরগনা শ্যামনগর অন্নপূর্ণা কটন মিল মাঠে অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভা। এই জনসভার প্রস্তুতি চলছে। এই জনসভার প্রস্তুতি খতিয়ে দেখছেন দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি পার্থ ভৌমিক। তার প্রস্তুতিপর্বে এসে পার্থ ভৌমিক বলেন আমরা চৌদ্দটা বিধানসভা দেই কর্মীসভা করেছি। 100 টির অপর সভা-সমিতি করা হয়েছে। প্রায় 2000 ফ্লেক্স লাগানো হয়েছে এই মিটিং কে কেন্দ্র করে।
পার্থ ভৌমিক দাবি করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মিটিংয়ে এক লাখেরও বেশি মানুষ জমায়েত হবে। রাস্তায় লাগানো হবে বড় বড় জায়েন্ট স্ক্রিন নিরাপত্তার ব্যবস্থা আঁটোসাঁটো করা হয়েছে জানালেন পার্থ ভৌমিক। সাংসদ অর্জুন সিং তৃণমূলে যোগ দেওয়ার পর তার সাথে কিছু বিজেপি সমর্থক যোগ দেবেন তার তালিকা দিতে বলা হয়েছে তাঁকে। সেই তালিকা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠিয়ে দেওয়া হবে। যে সমস্ত নামগুলো পাশে আসবে তাদের আমরা জয়েন করাবো