অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও শুরু হল উচ্চ মাধ্যমিক । শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হল এবারের উচ্চ মাধ্যমিক। পুরো রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথম ভাষার পরীক্ষা দিল। গতবছর করোনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এ বছর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় ফের পরীক্ষার আয়োজন করা হয়েছে।
উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা সংসদ। চলতি বছর জানানো হয়েছে, কোন বিদ্যালয় টোকাটুকি হলে, সেই বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক অনুমোদন বাতিল করা হবে। মূলত সুষ্ঠুভাবে ও পরিচ্ছন্ন ভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করতে এমন কড়া মনোভাব নেওয়া হয়েছে। পাশাপাশি করোনা সংক্রমণের দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্রশ্নপত্র যাতে ফাঁস না হয়, তার জন্য একাধিক পদক্ষেপ করা হয়েছে।
আর ও পড়ুন সল্টলেকের গেস্ট হাউসে নিয়ে এসে তরুণী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ
উল্লেখ্য, চলতি বছরে পশ্চিম বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিকের সেন্টার রয়েছে ২২ টি। যার মধ্যে আসানসোল সাব ডিভিশনে রয়েছে ১০ টি এবং দুর্গাপুর সাব ডিভিশনে রয়েছে ১২ টি। জেলায় উচ্চ মাধ্যমিকের জন্য মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ১৮২ টি। যার মধ্যে ১০৮ টি রয়েছে আসানসোল সাব ডিভিশনে এবং ৭৪ টি দুর্গাপুর সাব ডিভিশনে।
চলতি বছরে পশ্চিম বর্ধমান জেলায় উচ্চ মাধ্যমিকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২১ হাজার ৯৭৪ জন । মাধ্যমিকের মত উচ্চ মাধ্যমিকেও জেলায় ছেলে পরীক্ষার্থীর থেকে মেয়ে পরীক্ষার্থীর সংখ্যা বেশি। করোনাকালের পরে পশ্চিম বর্ধমান জেলা থেকে ১১৯৪৬ জন মেয়ে পরীক্ষার্থী উচ্চমাধ্যমিকে বসছেন। ছেলে পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেই সংখ্যা ৯৮৪৮ জন।
উল্লেখ্য, অন্যান্য জেলার পাশাপাশি পশ্চিম বর্ধমানেও শুরু হল উচ্চ মাধ্যমিক । শনিবার থেকে রাজ্য জুড়ে শুরু হল এবারের উচ্চ মাধ্যমিক। পুরো রাজ্যের পাশাপাশি পশ্চিম বর্ধমান জেলাতেও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা প্রথম ভাষার পরীক্ষা দিল। গতবছর করোনার জেরে উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করতে বাধ্য হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এ বছর সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে চলে আসায় ফের পরীক্ষার আয়োজন করা হয়েছে।