
নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা :- রাখিবন্ধনের দিনে সকলকে রাখি পরিয়ে এক সম্প্রীতির মেল বন্ধন গড়ে তোলার চেষ্টা বারাসত গভমেন্ট কলেজ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে।করোনা মোকাবিলায় যেভাবে পুলিশ, ব্যাঙ্ক কর্মী এবং স্বাস্থ্য কর্মীরা সামনে এসে কাজ করছে, তাদের হাতে রাখি পরিয়ে এবং মাস্ক বিতরণ করে সম্প্রীতির মেলবন্ধনের বার্তা দেওয়ার চেষ্টা তৃণমূল ছাত্র পরিষদের, পাশাপাশি পথা চলতি সকল মানুষের হাতে রাখি পরিয়ে তাদের হাতেও মাস্ক তুলে দেওয়া হয়।করোনা মোকাবিলায় যেভাবে সকল শ্রেনীর মানুষ সামনে থেকে এসে লড়ছেন সংক্রমণ রুখতে,মূলত তাদের পাশে থাকার বার্তা এবং সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ করার একা প্রচেষ্টা এই রাখিবন্ধনের মাধ্যমে।এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছেন পথচলতি মানুষও।



















