মুম্বাই, ১০ জুলাই :- তরুণ প্রজন্মের হার্ট থ্রোব বরুন ধাওয়ান এক অন্য রূপে দেখা দিলো, না রীল লাইফ এ নয় রিয়েল লাইফ এ। দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের জেরে লোকডাউন চলছে মুম্বাই শুটিং এ, অনেক কলাকুশলীর হাতে কোনো কাজ নেই, রয়েছেন অর্থভাবে। এই সব কলাকুশলীর কাছে বরুণ ধাওয়ান সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। বলিউডের নৃত্য শিল্পীদের পাশে দাঁড়ালেন তিনি। তাঁর সঙ্গে যে সমস্ত ডান্সাররা ছবিতে কাজ করেছেন, তাঁদের অর্থ সাহায্য করছেন বরুণ। তাঁর ‘এবিসিডি ২’ বা ‘স্ট্রিট ডান্সার থ্রিডি’ ছবির মূল বিষয়বস্তুই ছিল নাচ। আর এইসব ছবিতে তাঁর সঙ্গে যে সমস্ত নৃত্যশিল্পী কাজ করেছন, তাঁদের অধিকাংশই এখন অর্থকষ্টের সম্মুখীন। লকডাউনের ফলে তাঁদের অনেকেরই হাতে এখন কাজ নেই। বরুণ তাঁদের মধ্যে কয়েকজনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠিয়ে দিয়েছেন। তিনি যে তাদের পাশে আছেন এই আশ্বাসও তিনি দেন।
অন্য রূপে বরুন ধাওয়ান
অন্য রূপে বরুন ধাওয়ান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram