‘চুল কেটে ফেললেন অপরাজিতা আঢ্য?’ কিন্তু কেন হঠাৎ চুল কেটে ফেলার সিদ্ধান্ত? ভীষণই ভোজনরসিক তিনি। খেতে ভালবাসেন। ভালবাসেন খাওয়াতেও। ইদানীংকালে ফিটনেসের জন্য খাওয়া-দাওয়ায় একটু বিধিনিষেধ আরোপ করেছেন। তবু পুজোআচ্চা বা পারিবারিক জমায়েতে তাঁর হাতে খাওয়া সকলের চাই-ই চাই। তিনি অপরাজিতা আঢ্য।
একঢাল চুল, গোলগাল চেহারা। সঙ্গে সদা মুখে লেগে থাকা মিষ্টি হাসি। অপরাজিতা আঢ্যর এই চেহারার সঙ্গেই পরিচিত টলিপাড়া। তবে হঠাৎই নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী। পুজোর আগে নতুন চেহারা। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সকলের সামনে এলেন অপরাজিতা আঢ্য ।
যেখানে দেখা যাচ্ছে একঢাল লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। নতুন লুকে কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুলে দেখা যাচ্ছে তাঁকে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘২৫ বছর পর চুল কাটলাম’।
আর ও পড়ুন সৌরভের বায়োপিকে কে অভিনয় করবেন ? চড়ছে জল্পনা
অভিনেত্রীর এই পোস্ট ঘিরে উঠে এসেছে অনুরাগীদের নানান মন্তব্য। কেউ লিখেছেন, ‘দিদি তুমি সবেতেই অন্যন্যা’, কেউ আবার দুঃখের সঙ্গে প্রশ্নে করেছেন, ‘চুল কেটে ফেললেন?’ কিন্তু কেন হঠাৎ চুল কেটে ছোট করে ফেলার সিদ্ধান্ত নিলেন অপরাজিতা আঢ্য?
অপরাজিতার কথায়, কোভিডের পর থেকেই চুলের ওঠার সমস্যায় ভুগছিলেন অভিনেত্রী। তবে নতুন চুল গজাচ্ছিল না তাও নয়। তবে সেগুলি বাড়তে তো সময় লাগবে। তাই অসমান চুলে সামঞ্জস্য আনতেই কাঁচি চালানোর সিদ্ধান্ত নেন তিনি। অভিনেত্রীর আশা শীঘ্রই আবার চুল বড় হয়ে যাবে।
উল্লেখ্য,ভীষণই ভোজনরসিক তিনি। খেতে ভালবাসেন। ভালবাসেন খাওয়াতেও। ইদানীংকালে ফিটনেসের জন্য খাওয়া-দাওয়ায় একটু বিধিনিষেধ আরোপ করেছেন। তবু পুজোআচ্চা বা পারিবারিক জমায়েতে তাঁর হাতে খাওয়া সকলের চাই-ই চাই। তিনি অপরাজিতা আঢ্য। একঢাল চুল, গোলগাল চেহারা। সঙ্গে সদা মুখে লেগে থাকা মিষ্টি হাসি।
অপরাজিতা আঢ্যর এই চেহারার সঙ্গেই পরিচিত টলিপাড়া। তবে হঠাৎই নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী। পুজোর আগে নতুন চেহারা। সোশ্যাল মিডিয়ার হাত ধরেই সকলের সামনে এলেন অপরাজিতা আঢ্য । যেখানে দেখা যাচ্ছে একঢাল লম্বা চুল কেটে একেবারে ছোট করে ফেলেছেন অভিনেত্রী। নতুন লুকে কাঁধ পর্যন্ত ঢেউ খেলানো চুলে দেখা যাচ্ছে তাঁকে। ছবি পোস্ট করে অভিনেত্রী লিখেছেন, ‘২৫ বছর পর চুল কাটলাম’।