কুখ্যাত অপরাধী গ্রেফতার হাওড়া স্টেশন থেকে। উদ্ধার প্রায় ২৭ লক্ষ টাকার চোরাই অ্যান্ড্রয়েড ফোন। চোরাই মোবাইল সহ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হলো এক আন্তঃরাজ্য কুখ্যাত অপরাধী। শনিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির সাড়ে তিনশ’রও বেশি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। চোরাই মোবাইল পাচারের অভিযোগে আরপিএফ গ্রেফতার করে বর্ধমানের বাসিন্দা এরশাদ সরকারকে (৩২)।
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এদিন টহল দেওয়ার সময় আরপিএফ কর্মীরা লক্ষ্য করে এরশাদ হাওড়া স্টেশনে পুরনো কমপ্লেক্সের ৪ নম্বর গেটের সামনে চারটে কার্টুন নিয়ে দাঁড়িয়ে। তা দেখে আরপিএফের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তাকে সেই প্যাকেটে কি আছে জানতে চাইলে সে পালানোর চেষ্টা করে। এরপর আরপিএফ কর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে।
তখন সেই কার্টুন তল্লাশি করলে সেখান থেকে উদ্ধার করা হয় পুরনো এবং ব্যবহার করা বিভিন্ন কোম্পানির ও মডেলের মোবাইল ফোন। ওই সময় এরশাদ তদন্তকারী দলকে ভুল পথে চালিত করতে চায়। কিন্তু তার উত্তর তদন্তকারী দলকে সন্তুষ্ট করতে পারেনি। পরে তদন্তকারী দলের জেরায় সে জানায় সেই চোরাই মোবাইল ফোন উজ্জ্বল দাস নামে এক ব্যক্তির নির্দেশানুযায়ী হাওড়া স্টেশনের বাইরে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির কাছে পৌছে দেবে।
আর ও পড়ুন সামান্থা অভিনীত আইটেম গান জনপ্রিয়তায় বাজিমাত করলো
এই কাজ করার জন্য তাঁকে ৪ হাজার টাকা দেওয়া হয়েছে বলেও এরশাদের দাবি। তার কাছ থেকে উদ্ধার হওয়া ৩৬৪টি মোবাইল ফোনের আনুমানিক মূল্য ৩৭লক্ষ ১ হাজার ৬৫০ টাকা। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৯/ ৪১১/ ৪১৪ ধারায় মামলা রুজু করা হয়েছে। কুখ্যাত অপরাধী গ্রেফতার হাওড়া স্টেশন থেকে। উদ্ধার প্রায় ২৭ লক্ষ টাকার চোরাই অ্যান্ড্রয়েড ফোন। চোরাই মোবাইল সহ হাওড়া স্টেশন থেকে গ্রেপ্তার হলো এক আন্তঃরাজ্য কুখ্যাত অপরাধী।
শনিবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় বিভিন্ন কোম্পানির সাড়ে তিনশ’রও বেশি চোরাই অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। চোরাই মোবাইল পাচারের অভিযোগে আরপিএফ গ্রেফতার করে বর্ধমানের বাসিন্দা এরশাদ সরকারকে (৩২)। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, এদিন টহল দেওয়ার সময় আরপিএফ কর্মীরা লক্ষ্য করে এরশাদ হাওড়া স্টেশনে পুরনো কমপ্লেক্সের ৪ নম্বর গেটের সামনে চারটে কার্টুন নিয়ে দাঁড়িয়ে। তা দেখে আরপিএফের সন্দেহ হওয়ায় তাকে আটক করা হয়। তাকে সেই প্যাকেটে কি আছে জানতে চাইলে সে পালানোর চেষ্টা করে। এরপর আরপিএফ কর্মীরা তাকে ধাওয়া করে ধরে ফেলে।