নিজস্ব সংবাদদাতা ২৬ নভেম্বর ২০২০: রাজ্যপালের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার দাবি জানিয়েছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে অপরাধীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে রাজ্যপাল জগদীপ ধনখড়ের তাই তিনি পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টাও করছেন।

তাঁর দাবি, গোবিন্দ আগরওয়াল এবং নীরজ সিং নামে এক আইআরএস অফিসারের বিরুদ্ধে ইডি প্রথম মামলা দায়ের করে। পিএমএলএ অ্যাক্টে অভিযুক্তদের ৩.৮৮ কোটি টাকা বাজেয়াপ্ত করে। এর পর ইডি-র থেকে তদন্তের কাগজপত্র সংগ্রহ করে আরও তদন্ত করে কলকাতা পুলিশ। ২১ নভেম্বর গোবিন্দ আগরওয়ালকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। অন্যান্য আরও চাটার্ড অ্যাকাউন্ট্যান্টের নামও তদন্তে উঠে আসে। তিনি আরও দাবি করেন, এই তদন্তেই সুদীপ্ত রায় চৌধুরী নামে এক ব্যক্তির বিরুদ্ধে সিবিআই-এর কাছ থেকে তথ্য পাওয়া তথ্য অনুযায়ী গ্রেফতার করে কলকাতা পুলিশ। । এই সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে ইডি বিধাননগর পুলিশের কাছে এফআইআর দায়ের করেছিল বলে দাবি করেছেন তৃণমূল সাংসদ। তিনি বলেন, ইডির তদন্তে উঠে আসে যে এই সুদীপ্ত রায় চৌধুরীর বিরুদ্ধে রোজভ্যালির এক কর্মীর থেকে ২ কোটি টাকা নিয়েছিলেন। এই ব্যক্তি মানুষ ও গরু পাচার এবং তোলাবাজির বড়সড় চক্রের সঙ্গে যুক্ত আছে। সেই তদন্তে বাধা দেওয়ার এবং প্রভাবিত করার চেষ্টা করছেন রাজ্যপাল। কোনও ব্যক্তি যদি অপরাধীদের বাঁচানোর চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৮৬ এবং ১৮৯ ধারায় মামলা শুরু করা যায়।’ এই দুই ধারার উল্লেখ করে রাজ্যপালের বিরুদ্ধেই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে মামলা শুরু করার জন্য কলকাতা পুলিশের কাছে দাবি জানিয়েছেন কল্যাণ।