ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল Reserve Bank of India (RBI)। অন্যদিকে, রিভার্স রেপো রেটও বাড়েনি, অপরিবর্তিত আছে। সুতরাং রেপো রেট রয়েছে 4 শতাংশই। রিভার্স রেপো রেটও রয়েছে 3.35 শতাংশতেই। এবার জেনে নেওয়া যাক কি এই রেপো ও রিভার্স রেট- রেপো রেট হল যে সুদের হারে বিভিন্ন ব্যাঙ্কগুলি RBI এর কাছ থেকে ঋন নেয়।
অন্যদিকে রেপো রেট হল যে সুদের হারে RBI বিভিন্ন ব্যাঙ্কগুলির কাছ থেকে ঋণ নেয়। উল্লেখ্য, রেপো রেট বৃদ্ধি পেলে সাধারণত সব রকমের ঋণ দামি হয়ে যায়। বেশি পরিমাণে সুদ গুনতে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি ব্যাঙ্কের কাছে রাখা মূলধনের সুদও কমে। ফলে আপাতত এখন আর বেশি মূল্য আসছে না সাধারণ মানুষের পকেটে। এই বেশ খানিকটা হতাশও হয়েছে তাঁরা। RBI শেষ রেপো রেটের বদল এনেছিলো ২০২০ তে। এরপর আবারও অপরিবর্তিত রইল রেপো রেট।
আরও পড়ুন – সঙ্গমের সময় মহিলাদের কোন দিকে খেয়াল রাখেন পুরুষরা?
উল্লেখ্য, ফের একবার রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল Reserve Bank of India (RBI)। অন্যদিকে, রিভার্স রেপো রেটও বাড়েনি, অপরিবর্তিত আছে। সুতরাং রেপো রেট রয়েছে 4 শতাংশই। রিভার্স রেপো রেটও রয়েছে 3.35 শতাংশতেই। এবার জেনে নেওয়া যাক কি এই রেপো ও রিভার্স রেট- রেপো রেট হল যে সুদের হারে বিভিন্ন ব্যাঙ্কগুলি RBI এর কাছ থেকে ঋন নেয়।
অন্যদিকে রেপো রেট হল যে সুদের হারে RBI বিভিন্ন ব্যাঙ্কগুলির কাছ থেকে ঋণ নেয়। উল্লেখ্য, রেপো রেট বৃদ্ধি পেলে সাধারণত সব রকমের ঋণ দামি হয়ে যায়। বেশি পরিমাণে সুদ গুনতে হয় সাধারণ মানুষকে। পাশাপাশি ব্যাঙ্কের কাছে রাখা মূলধনের সুদও কমে। ফলে আপাতত এখন আর বেশি মূল্য আসছে না সাধারণ মানুষের পকেটে। এই বেশ খানিকটা হতাশও হয়েছে তাঁরা। RBI শেষ রেপো রেটের বদল এনেছিলো ২০২০ তে। এরপর আবারও অপরিবর্তিত রইল রেপো রেট।