নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,২৯ জুন:- ঝাড়গ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের চার তলার ওটি থেকে রুগি পালালো। যদিও শেষ পর্যন্ত পালাতে পারেনি। কার্নিশে ঝুলন্ত অবস্থায় হাসপাতালের সিকিউরিটি কর্মীরা তাকে প্রাথমিক ভাবে আটকে রাখে। তারপর দমকল এসে দড়ি দিয়ে বেঁধে তাকে উপরে টেনে তোলে।
জামবনী থানার চিল্কিগড়ের বাসিন্দা সুদর্শন দন্ডপাঠ, হাতের সমস্যা নিয়ে মেল সার্জিকাল ওয়ার্ডে ভর্তি ছিলেন।আজ তার হাতের ওটি হওয়ার কথা ছিল ।সকালে তাকে ওটি রুমে ঢোকানো হলে আতঙ্কিত হয়ে ওটির জানলা দিয়ে কার্নিশে চড়ে বসেন তিনি। তার পর পাইপ বেয়ে নামতে থাকেন। কিছুটা নামার পর আটকে যান। এরপর হাসপাতালের নিরাপত্তাকর্মীরা তাকে আটকে রেখে দমকলে খবর দেন। হাসপাতাল চত্ত্বরে ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের সুপার ঘটনা সত্যতা স্বীকার করেন।