‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিনেই  জন্ম নেয় কন্যাসন্তান, মেয়ের নাম সিন্দুরি

‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিনেই  জন্ম নেয় কন্যাসন্তান, মেয়ের নাম সিন্দুরি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বিহার – ৭ মে ভারতের ‘অপারেশন সিঁদুর’ অভিযানের দিনেই বিহারের কাটিহার জেলার বালথী মহেশপুর গ্রামে জন্ম নেয় একটি কন্যাসন্তান। সন্তোষ মণ্ডল ও রাখী কুমারীর প্রথম কন্যার জন্ম সকালে ৯টা নাগাদ হয় এবং দেশজুড়ে চলা এই সেনা অভিযানের প্রেক্ষিতে তাঁরা মেয়ের নাম রাখেন ‘সিন্দুরি’। তাঁদের মতে, ভারতের সাহসী জবাব ও মেয়ের আগমন একই দিনে হওয়ায় এটি তাঁদের গর্বের বিষয়।সিন্দুরি বড় হয়ে ভারতীয় সেনায় যোগ দেবে বলেও আশা ব্যক্ত করেছেন সন্তোষ। পুরো পরিবারেই রয়েছে আনন্দের আবহ।

RECOMMENDED FOR YOU.....