বিনোদন – মাহিরা খান এবং হানিয়া। ভারতে দুই পাক নায়িকার জনপ্রিয়তাও ছিল দেখার মতো। পহেলগাঁও কাণ্ডের পর যদিও সেই সমীকরণে ছেদ পড়ে। লস্কর-ই-তৈবা সেই হামলার দায় নিতেই পাকিস্তানের বিরুদ্ধে বেশ কিছু কড়া পদক্ষেপ করে ভারত। আর সেই প্রক্রিয়ায় মাহিরা এবং হানিয়া-সহ অন্য পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বাতিল করে দেওয়া হয় দেশে।মধ্যরাত পেরিয়ে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গায় ক্ষেপনাস্ত্র হানা চালিয়েছে ভারত। মোট ন’টি জায়গায় হামলা চালানো হয়েছে বলে ভারত ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর। সবক’টিই জঙ্গিঘাঁটি। এরপরেই ‘অপারেশন সিঁদুর’-এর প্রতিবাদ করেন দুই পাকিস্তানি নায়িকা।
