দেশ – পাকিস্তান সীমান্তে সন্ত্রাসবাদ দমনে ‘অপারেশন সিন্দুর’-এর সাফল্য নিয়ে গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন ভারতীয় সেনাবাহিনীর ডেপুটি চিফ অফ আর্মি স্টাফ লেফটেন্যান্ট জেনারেল রাহুল আর. সিং। সম্প্রতি একটি অনুষ্ঠানে তিনি বলেন, এই অপারেশন থেকে ভারত বহু কৌশলগত শিক্ষা লাভ করেছে।
তিনি জানান, পাকিস্তান সরাসরি প্রতিপক্ষ হলেও চীন ও তুরস্ক পরোক্ষভাবে পাকিস্তানকে অস্ত্র ও তথ্য সহায়তা দিয়েছে। পাকিস্তান যে অস্ত্র ব্যবহার করেছে, তার ৮১ শতাংশই চীনের তৈরি, এবং চীন কার্যত পাকিস্তানকে ‘লাইভ ল্যাব’ হিসেবে ব্যবহার করেছে অস্ত্র পরীক্ষার জন্য।
জেনারেল সিং আরও বলেন, DGMO পর্যায়ের আলোচনার সময় চীন পাকিস্তানকে ভারতীয় ভেক্টর সিগন্যালের লাইভ আপডেট সরবরাহ করছিল, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি ভবিষ্যতের নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় আরও শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উপর জোর দেন।
উল্লেখ্য, ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাম অঞ্চলে হামলার জবাবে ৭ মে ‘অপারেশন সিন্দুর’ চালানো হয়। এই অভিযানে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান অধিকৃত এলাকায় ৯টি সন্ত্রাসী ঘাঁটি ধ্বংস করে।
