‘অপা তোর একটা ছবি তুলে দিই’— প্রিয় অভিনেতার ক্যামেরায় পোজ দিলেন অপরাজিতা আঢ্য, আবেগঘন পোস্ট ভাইরাল

‘অপা তোর একটা ছবি তুলে দিই’— প্রিয় অভিনেতার ক্যামেরায় পোজ দিলেন অপরাজিতা আঢ্য, আবেগঘন পোস্ট ভাইরাল

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



বিনোদন – টলিপাড়ার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আঢ্য আবারও শিরোনামে। বাংলা ছবিতে নায়িকার চরিত্রে তাঁকে কম দেখা গেলেও বড়পর্দা থেকে ছোটপর্দা ও ওয়েব সিরিজ— সর্বত্রই নিজের অভিনয় দক্ষতায় দর্শকের মন জয় করেছেন তিনি। ‘প্রাক্তন’ ছবিতে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধেছিলেন অপরাজিতা। আর এবার সেই প্রসেনজিৎ-ই তুললেন তাঁর প্রিয় অপার ছবি! সোশ্যাল মিডিয়ায় মুহূর্তটি ভাগ করে আবেগে ভেসেছেন অভিনেত্রী।

সম্প্রতি ফেসবুকে শেয়ার করা ছবিগুলিতে দেখা যাচ্ছে, হলুদ ও নীল পাড়ের শাড়ি এবং লাল ব্লাউজে আটপৌরে বাঙালি গৃহবধূর সাজে চেয়ারে বসে অপরাজিতা। অপর দিকে চেক শার্ট ও বিস্কুট রঙের প্যান্ট পরে হাতে মোবাইল নিয়ে ক্যামেরাম্যানের ভূমিকায় প্রসেনজিৎ। কখনও দূর থেকে আবার কখনও ক্লোজ শট নিয়ে ব্যস্ত সুপারস্টার। আর অপরাজিতাও একের পর এক পোজ দিয়ে চলেছেন। ছবিগুলি দেখে মনে হচ্ছে এটি দুই অভিনেতার আগামী কোনো ছবির শুটিং ফ্লোর।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, ‘ছাত্রীজীবনের একটা বড় অংশ জুড়ে ছিল একটা স্বপ্ন, একটা ভালোবাসা… নামটা ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। হ্যাঁ, আমাদের সবার বুম্বাদা। আমি পাগলের মতো ভালোবাসতাম তাঁকে। ছোট্ট ঘরে দেয়াল জুড়ে ছিল তাঁর ছবি, বালিশের নিচে লুকিয়ে রাখা মুখটা যেন ঘুমের মধ্যেও পাশে থাকে। হাতখরচ জমিয়ে কিনতাম ম্যাগাজিন আর পোস্টার, শুধুমাত্র একটি নতুন ছবি পাওয়ার আশায়।’

তিনি আরও যোগ করেছেন, ‘আজ এতগুলো বছর পর যখন সেই প্রসেনজিৎ নিজে বলেন, অপা আয়… তোর একটা ছবি তুলে দি, তখন মনে হয় এটা কি সত্যি? নাকি আমি এখনও সেই বালিশের তলায় রাখা ছবিটার স্বপ্নে ডুবে আছি? কিন্তু না… এটা স্বপ্ন নয়। এটা সেই মুহূর্ত, যেটা কেবল তখনই সম্ভব হয় যখন ইউনিভার্স কাউকে নিঃশর্ত ভালোবাসে। আজ আমি জানি— ইউনিভার্স আমায় খুব ভালোবাসে… নিঃশব্দে।’

অপরাজিতার এই পোস্ট ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভক্তদের অনেকে লিখেছেন, তাঁদের শৈশবের আবেগের সঙ্গে মিলে গেছে অভিনেত্রীর অনুভূতি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top