২৩শে জুন, ২০২১ : করোনা আবহে পিছিয়ে গেল এ বছর রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। বুধবার এক সাংবাদিক বৈঠক করে জয়েন্ট কাউন্সিলের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, আগামী ১৭ জুলাই রাজ্যের জয়েন্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে অফলাইনে। ফলাফল প্রকাশ করা হবে আগামী ১৪ অগস্টের মধ্যে। ভর্তি সংক্রান্ত কাউন্সেলিং ১৫ সেপ্টেম্বরের মধ্যে তিন দফার মধ্যে শেষ করা হবে। যদিও এ বার পরীক্ষা হবে শনিবার। সাধারণত রবিবার এই পরীক্ষা নেওয়া হয়ে থাকে।

এছাড়াও জয়েন্টা কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে , চলতি বছর মেডিক্যাল ও ইঞ্জিনিয়ারিং মিলিয়ে মোট ৯২ হাজার ৬৯৫ জন পরীক্ষার্থী জয়েন্টে অংশ নেবেন। ২৭৪ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে বাড়ির কাছেই পরীক্ষা কেন্দ্র করার বিষয়ে এ দিন আশ্বাস দিয়েছে জয়েন্ট কাউন্সিল। এর আগে ১১ জুলাই হওয়ার কথা ছিল রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা। কাউন্সিলের সভাপতি সাংবাদিক বৈঠকে জানান, সম্পূর্ণভাবে করোনা পরিস্থিতি মেনেই অতিমারির দ্বিতীয় ঢেউয়ের মধ্যে রাজ্যে প্রথম কোনও অফলাইন পরীক্ষা নেওয়া হবে।রাজ্যের তরফে জয়েন্ট নিয়ে সিদ্ধান্ত নেওয়া হলেও সর্বভারতীয় জয়েন্ট পরীক্ষা কবে হবে তা এখনও ঘোষণা করা হয়নি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের তরফে।