অফিসের কর্মচারীকে শ্লীলতাহানি ও ধর্ষণ করার চেষ্টার অভিযোগ

অফিসের কর্মচারীকে শ্লীলতাহানি ও ধর্ষণ করার চেষ্টার অভিযোগ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অফিসের

নিজের অফিসের কর্মচারীকে শ্লীল্হাতানি ও ধর্ষণ করার চেষ্টার অভিযোগে নিমতায় আটক আইনজীবী । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত নিমতা কালচার মোড়ের বিমলেন্দু রায়চৌধুরী রোডে “মিপন ইন্ডিয়া” নামে একটি অফিসে । স্বপন কুন্ডু নামে এক আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললো তার অফিসের এক মহিলা কর্মচারী ।

 

মঙ্গলবার বেলঘড়িয়া নীলগঞ্জ রোডের বাসিন্দা ওই মহিলা কর্মচারী নিমতা কালচার মোড়ে অভিযুক্ত স্বপন কুণ্ডুর জমি বাড়ি কারবার সংক্রান্ত আফিসে টাইপিস্ট হিসেবে কাজ শুরু করেন । অভিযোগ বুধবার বিকেলে যখন ঐ নির্যাতিতা মহিলা অফিসে কাজ করতে চান তখন ওই আইনজীবী নির্যাতিতা কে তার ওই অফিসের অন্য ঘরে ডেকে পাঠায় এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর নাম করে একটি ঘরে নিয়ে গিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে তাকে কুপ্রস্তাব দেয় ।

 

আর ও পড়ুন  নিজেদের নিরাপত্তা সুনিশ্চিত করতে তৎপর সিজি ব্লকের বাসিন্দারা

 

ওই মহিলা কিছু বুঝে ওঠার আগেই অভিযুক্ত আইনজীবী মহিলার সাথে শ্লীলতাহানি  শুরু করে দেয় এবং তাকে ধর্ষণ করার চেষ্টা করে। মহিলা সেই সময় কোন ভাবে ওই ঘর থেকে বেরিয়ে যান এবং তার সাথে করা ব্যাবহারের প্রতিবাদ করতে থাকেন । এরপর মহিলা সমস্ত ঘটনার প্রতিবাদ করায় উল্টে স্বপন বাবু ওই মহিলার ওপর টাকা চুরি করার মিথ্যা অভিযোগ আনেন । এরপরই ওই মহিলা নিমতা থানায় এসে তার সাথে ঘটা সমস্ত ঘটনা জানিয়ে আইনজীবী স্বপন কুন্ডুর  বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ।

 

এই ঘটনায় অভিযুক্ত কে জিজ্ঞেসা বাদের জন্য আটক করে তদন্ত শুরু করেছে নিমতা থানার পুলিশ । তবে এই ঘটনায় অভিযুক্ত স্বপন বাবু এর আগেও তার অফিসে কর্মরত মহিলাদের নানা ধরনের খারাপ মন্তব্য করতেন বলে অভিযোগ করেছেন তার অফিসের অন্যান্য মহিলা কর্মচারীরা ।

 

উল্লেখ্য,নিজের অফিসের কর্মচারীকে শ্লীলতহানি ও ধর্ষণ করার চেষ্টার অভিযোগে নিমতায় আটক আইনজীবী । ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নিমতা থানার অন্তর্গত নিমতা কালচার মোড়ের বিমলেন্দু রায়চৌধুরী রোডে “মিপন ইন্ডিয়া” নামে একটি অফিসে । স্বপন কুন্ডু নামে এক আইনজীবীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুললো তার অফিসের এক মহিলা কর্মচারী ।

 

মঙ্গলবার বেলঘড়িয়া নীলগঞ্জ রোডের বাসিন্দা ওই মহিলা কর্মচারী নিমতা কালচার মোড়ে অভিযুক্ত স্বপন কুণ্ডুর জমি বাড়ি কারবার সংক্রান্ত আফিসে টাইপিস্ট হিসেবে কাজ শুরু করেন । অভিযোগ বুধবার বিকেলে যখন ঐ নির্যাতিতা মহিলা অফিসে কাজ করতে চান তখন ওই আইনজীবী নির্যাতিতা কে তার ওই অফিসের অন্য ঘরে ডেকে পাঠায় এবং সমস্ত কিছু ঘুরিয়ে দেখানোর নাম করে একটি ঘরে নিয়ে গিয়ে সেই ঘরের দরজা বন্ধ করে তাকে কুপ্রস্তাব দেয় ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top