অবশেষে বিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য

অবশেষে বিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
অবশেষে

অবশেষে বিচ্ছেদের ঘোষণা করলেন সামান্থা রুথ প্রভু ও নাগা চৈতন্য। দক্ষিণী অভিনেত্রী সামান্থা রুথ প্রভু আর নাগা চৈতন্য আক্কিনেনির ডিভোর্সের খবরে বেশকিছু দিন ধরেই সরগরম সামাজিক মাধ্যম। অবশেষে চার বছরের সংসার জীবনের ইতি টানলেন তারা।  যৌথ বিবৃতি আলাদা পথে হাঁটার কথা জানালেন দু’জনে। যৌথ বিবৃতিতে সামান্থা লিখেছেন, ”অনেক চিন্তাভাবনা করে চৈ ও আমি সিদ্ধান্তি নিয়েছি, স্বামী-স্ত্রীর বন্ধন ছেড়ে নিজেদের পথে হাঁটব। আমরা ভাগ্যবান যে গত এক দশক ধরে আমাদের এক দশকের বন্ধুত্ব। এটাই সম্পর্কের মূল ভিত্তি ছিল।

 

এই বন্ধুত্ব চিরকাল আমাদের মধ্যে থেকে যাবে। কঠিন সময়ে ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সংবাদ মাধ্যমের সমর্থন চাইছি। আমাদের একাকী থাকতে দিন। সমর্থনের জন্য ধন্যবাদ।” দক্ষিণী মেগাস্টার নাগার্জুনার পুত্র নাগা চৈতন্য। ২০০৯ সালে ‘জোশ’ সিনেমার মধ্য দিয়ে তিনি অভিনয় জীবন শুরু করেন।

 

অন্যদিকে সামান্থার ক্যারিয়ার শুরু হয় নাগার বিপরীতে ২০১০ সালের ‘ইয়ে মায়া চেসাভ’ সিনেমা দিয়ে। একসঙ্গে কাজ করতে গিয়েই তাদের প্রেম হয়। সাত বছর প্রেম করার পর বিয়ে করেছিলেন তারা। ২০১৭ সালের ৭ অক্টোবর বিয়ে করেছিলেন সামান্থা-নাগা চৈতন্য। সেই প্রেমের বিয়ে এবার ভেঙে গেল। এই দুই তারকার ঘনিষ্ঠ সূত্রের দাবি, বিয়ের পর সামান্থার অভিনয় করা পছন্দ করছে না নাগা পরিবার।

 

আর ও পড়ুন    দুর্গা পুজো অফার্‌, মাত্র ৫ লাখ টাকায় কিনবেন নাকি এই গাড়িগুলো?

 

তার ওপর ‘ফ্যামিলি ম্যান টু’ সিরিজে খোলামেলা রূপে অভিনয় করেছেন সামান্থা। এর ফলে চৈতন্য এবং তার বাবা নাগার্জুনা বেজায় ক্ষুব্ধ হয়েছেন। সেজন্যই সামান্থার বিচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া। বিয়ের পর নিজের নামের শেষে ‘আক্কিনেনি’ পদবি ব্যবহার করা শুরু করেছিলেন সামান্থা। পদবিটি তার স্বামী নাগা চৈতন্যর।

 

 

View this post on Instagram

 

A post shared by S (@samantharuthprabhuoffl)

 

কিন্তু অতিসম্প্রতি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট থেকে অক্কেনি পদবি সরিয়ে দিয়েছিলেন সমান্থা প্রভু। তখনই শুরু হয়েছিল জল্পনা। একটি সাক্ষাৎকারে এ ব্যাপারে প্রশ্নের সরাসরি কোনও উত্তর দিতে চাননি ফ্যামিলি ম্যান ২-র অভিনেত্রী। সেখান থেকেই মূলত শুরু হয় তাদের সম্পর্ক ভাঙনের গুঞ্জন

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top