অবশেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড!

অবশেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক লেপার্ড!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

আলিপুরদুয়ার- অবশেষে ডুয়ার্সের দলগাঁও চা বাগান থেকে খাঁচাবন্দী হল লেপার্ড। বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্লকের দলগাঁও চা বাগানের সেকশনে বনদফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হয় একটি পূর্ণবয়স্ক লেপার্ড। ঘটনাস্থলে পৌছায় বনদফতরের আধিকারিক ও বনকর্মীরা খাঁচাবন্দী লেপার্ডটিকে উদ্ধার করে নিয়ে যায়। বাসিন্দারা জানান দীর্ঘদিন ধরে চা বাগানে লেপার্ডের আতঙ্ক চলছিল।

সম্প্রতি চা বাগানের কাজ করার সময় লেপার্ডের আক্রমণে দুজন শ্রমিক মহিলা গুরুতর ভাবে আহত হয়েছেন। প্রায় প্রতিনিয়ত বাগানে লেপার্ডের আক্রমণের ঘটনা ঘটছে। ঘটনার পর খুবই আতঙ্কে কাজ করতেন শ্রমিকরা। ‌পরবর্তীতে চা বাগানের খাঁচা পাতে বনদপ্তর। সেই খাঁচায় আজ সাত সকালে লেপার্ড খাঁচাবন্দি হল। এদিন বাগানে খাঁচাবন্দি লেপার্ডকে দেখে বনদফতরকে খবর দেন স্থানীয়রা।খবর পেয়ে বনদপ্তরের আধিকারিক ও বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে উদ্ধার করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top