অবশেষে খাঁচাবন্দি হল মানুষ খেকো লেপার্ড

অবশেষে খাঁচাবন্দি হল মানুষ খেকো লেপার্ড

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার, ২০ জানুয়ারি, আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের গেরগাণ্ডা চা বাগান থেকে খাঁচাবন্দি হল মানুষ খেকো এক লেপার্ড, যার জেরে সমস্যায় পড়তে হয়েছিল এলাকাবাসীদের। বন্দির পর এখন স্বস্তিতে এলাকাবাসী। প্রায় দেড় মাসের অক্লান্ত পরিশ্রমের পর লেপার্ড খাঁচাবন্দী হওয়ায় কিছুটা বাড়তি অক্সিজেন পেল বনদপ্তর।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর মাদারিহাটে গ‍্যারগেণ্ডা চা বাগানে এক ১৯ বর্ষীয় যুবতীকে লেপার্ড টেনে নিয়ে যায়। এরপর তুলসিপাড়া চা বাগান থেকে সেই যুবতীর মৃতদেহ উদ্ধার হয়। বনদপ্তর মাদারিহাটে, তুলসিপাড়া,গ‍্যারগেণ্ডা, রামঝোড়া, ধুমচিপাড়া, এরূপ বেশকিছু চা বাগানে মোট নয়টি খাঁচা বসায় বনদপ্তর কিন্ত কিছুতেই লেপার্ড খাঁচাবন্দী হচ্ছিল না। অবশেষে আজ সকালে গ‍্যারগেণ্ডা চা বাগানের ৪ নং সেকশনে বনদপ্তরের খাঁচায় খাঁচাবন্দী হয় লেপার্ডটি। ঘটনাস্থলে বনদপ্তরের লঙ্কাপাড়া রেঞ্জের বনকর্মীরা পৌঁছে লেপার্ডটিকে দক্ষিণ খয়েরবাড়িতে নিয়ে যায়। এই লেপার্ডটি সেই মানুষখেকো লেপার্ড কিনা এই প্রশ্নের উত্তরে লঙ্কাপাড়া রেঞ্জ অফিসার বিশ্বজিৎ বিষয়ী জানান এখনও তা ঠিকমত বলা যাবে না, পর্যবেক্ষণ করে সেটা বলা সম্ভব। তবে লেপার্ডটি পূর্ণবয়স্ক ও খুব বড়। সম্ভবত এতবড় লেপার্ড আগে কখনো খাঁচাবন্দী হয়নি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top