অবশেষে জেলায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা উঠে গেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর

অবশেষে জেলায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা উঠে গেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ-এর

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ,২৬শে জুলাই :অবশেষে সাত মাস পর জেলায় ঢোকার ব্যাপারে নিষেধাজ্ঞা উঠে গেল বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।আজ হাইকোর্টে বিচারপতি এমনই নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সুজাতা খাঁ। গত লোকসভা নির্বাচনের আগে ৯ ই জানুয়ারি বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ তৃনমুল ছেড়ে বিজেপি তে যোগ দেন । বিজেপি তে যোগ দেওয়ার পরই তাঁর বিরুদ্ধে বাঁকুড়ার বিভিন্ন থানায় চাকরী দেওয়ার নাম করে প্রতারনার অভিযোগ দায়ের হয় । সেই মামলার ভিত্তিতে ২৬ শে জানুয়ারি সৌমিত্র খাঁর বাঁকুড়া জেলায় প্রবেশাধিকারে নিষেধাজ্ঞা জারি করে আদালত । বাঁকুড়ার বাইরে থেকেই বিজেপি র টিকিটে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে পুনরায় সাংসদ হিসাবে নির্বাচত হন তিনি । জয়লাভের পরেও আদালতের নিষেধাজ্ঞার কারনে জেলায় প্রবেশ করতে পারেননি সাংসদ সৌমিত্র খাঁ।গত ২২শে জুলাই হাইকোর্টের নির্দেশ মতো বিষ্ণুপুর আদালতে হাজিরা দিতে আসেন সাংসদ সৌমিত্র খাঁ কিন্তু হাইকোর্টের দেওয়া ৪ সপ্তাহ সময় পেরিয়ে যাওয়ায় এই হাজিরা গ্রহণ করেনি বিষ্ণুপুর নিম্ন আদালত। এরপরই সৌমিত্র খাঁ এর আইনজীবী হাইকোর্টে আবার দরখাস্ত করেন। এবং তার ভিত্তিতেই আজ হাইকোর্ট এই মামলায় সাংসদ সৌমিত্র খাঁ কে জেলায় প্রবেশাধিকারের অনুমতি দেয়।বাঁকুড়ার মাটিতে পা দিয়েই সাংসদ আগামীদিনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের পানীয় জলের সুব্যবস্থা করা, রাস্তায় ইলেকট্রিক বাতি লাগানো, মেয়েদের সুরক্ষার দেওয়া, রাস্তাঘাট, বেকার সমস্যা দূরীকরণ, কর্মসংস্থানের ব্যবস্থা, সহ বিভিন্ন সমস্যাকে দুর করা চেষ্টা করবেন বলেই জানান সাংসদের স্ত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top