অবশেষে দেব এর উদ্যোগে মাথার ছাদ পেল দাসপুরের পান্তি পিসি। অবশেষে পান্তি পিসির বাড়ির গৃহপ্রবেশ। পান্তি পিসির বাড়ির সামনে গিয়ে দেখা গেল লোকে লোকারণ্য। অনেকেই ভেবেছিলেন তাদের প্রিয় অভিনেতা দেব পান্তি পিসির বাড়ির গৃহপ্রবেশ আসবে। পিসি ও বললেন দেব বাবা এত টাকা দিয়ে আমার মাথা গোজার ঠাঁই করে দিল। একবার আমার বাড়িতে আসলে খুব ভালো লাগতো।
দেবের প্রতিনিধি অবশ্য জানিয়েছে দেব দা কোন একদিন পান্তি পিসির বাড়ি ঘুরে যাবেন। জানা যায় পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ২ নম্বর ব্লকের সোনাখালি গ্রামের বাসিন্দা ৬০ ঊর্ধ মহিলা শিখা চক্রবর্তী (এলাকায় পান্তি পিসি নামে পরিচিত) নিজের একটি ভাঙাচোরা মাটির বাড়িতে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করতো পান্তি পিসি। যে কোন মুহূর্তে ঘটতে পারে প্রাণহানির মত দুর্ঘটনা। অসহায় পান্তি পিসির কথা সংবাদমাধ্যমের কাছ থেকে জানতে পেরে দুর্গাপুর গ্রামের সজল গোস্বামী নামে এক ছাত্র দেবকে টুইট করে।
ঘাটালের সাংসদ দীপক অধিকারী। টুইটের মাধ্যমে পান্তি পিসির অসহায়তার কথা জানতে পারেন। আর সেই কথা জানতে পেরে দেবের উদ্যোগে পান্তি পিসির নতুন বাড়ি নির্মাণের তোড়জোড় শুরু হয়। দেব দ্রুত যোগাযোগ করেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের সাথে, দেবের কথামতো জেলা প্রশাসনের তরফ থেকে জানানো হয় পান্তি পিসির গৃহ নির্মানের জন্য এক লক্ষ ত্রিশ হাজার টাকা দেওয়া হবে। এদিকে দেবের কথামতো পান্তি পিসির বাড়ি তৈরি করতে খরচা পড়বে প্রায় ছয় লক্ষ টাকা।
আরও পড়ুন – এসএসসি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষার চাকরিপ্রার্থীদের বিক্ষোভ সল্টলেক আচার্য সদনের সামনে
সেই বাড়ি নির্মানে বিলম্ব করেনি দেব। দেব তার সাংসদ কোটার টাকা নয়, একেবারে নিজের টাকা থেকে পান্তি পিসির বাড়ি নির্মাণের জন্য বাকি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেন। তারপরে দীর্ঘ ১ বছর ৬ মাস ধরে ছয় লক্ষ টাকা ব্যয়ে নির্মাণ করা হয় পান্তি পিসির পাকার বাড়ি। সেই বাড়ির আজ গৃহপ্রবেশ করলেন পান্তি পিসি, পিসির উদ্যোগে বাড়িতে লাগানো হল দেবের ছবি।এদিন পান্তি পিসির গৃহপ্রবেশে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস।
এদিন অনুষ্ঠানের সাংসদ দেবের আসার কথা থাকলেও তিনি না আসতে পারায় সাংসদ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রামপদ মান্না। সংসদ দেবের উদ্যোগে বাড়ি পেয়ে খুশি পান্তি পিসি। সংসদ প্রতিনিধি রাম পদ মান্না বলেন” দেব আসার কথা থাকলেও তিনি আসতে পারেননি, কিন্তু তিনি জানিয়েছেন তিনি একবার পান্তি পিসির বাড়ি ঘুরে যাবেন।