অবশেষে প্রকাশ্যে এল! একসঙ্গে ছবি দিলেন সুশান্ত-এর নতুন প্রেমিকা

অবশেষে প্রকাশ্যে এল! একসঙ্গে ছবি দিলেন সুশান্ত-এর নতুন প্রেমিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

২২ জানুয়ারি, অঙ্কিতা লোখণ্ডওয়ালার সঙ্গে ব্রেক আপের পরে বেশ কিছু নামের সঙ্গে জড়ান সুশান্ত সিংহ।কখনও কৃতী শ্যানন, আবার কখনও বা সারা আলি খান। তবে এবার সব জল্পনার যবনিকা পতন।হ্যাঁ, দু’জনে প্রেম করছেন৷ এটা কানাঘুষো শোনা যাচ্ছিল৷ তবে দু’পক্ষই এ নিয়ে ছিলেন স্পিকটি নট৷ টিনসেল টাউনে যেমন হয় আর কী৷ তাই তারা সত্যিই প্রেম করছেন কিনা, সেটা নিয়েও ছিল বেশ জল্পনা৷ অবশেষে সত্যি সামনে এল৷ সুশান্তের জন্মদিনে তাঁর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করে নিলেন বলি-সুন্দরী৷ হ্যাঁ, যে খবর শোনা গিয়েছিল, সেটা সত্যি! প্রেম করছেন সুশান্ত ও রিয়া৷

মঙ্গলবার ২১ জানুয়ারি সুশান্তের জন্মদিনে ইনস্টাগ্রামে নিজেদের একটি পোস্ট করলেন রিয়া। আর লিখলেন, ‘মানবজাতির জানা সবথেকে সুন্দর ‘‌সুপারম্যাসিভ ব্ল্যাকহোল’‌– কে জানাই ‌শুভ জন্মদিন। তুমি আরও উজ্জ্বল হও।’ হ্যাশট্যাগ দিয়ে লিখলেন #‌বয় উইথ আ গোল্ডেন হার্ট। তার উত্তরে সুশান্ত সিং রাজপুত বললেন, ‘অনেক ধন্যবাদ আমার রকস্টার’।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top