নিজস্ব সংবাদদাতা,বীরভূম,২০ জুন:- করোনা ভাইরাসের সংক্রমণ দেশে ছড়িয়ে পড়তেই বন্ধ করে দেওয়া হয় সমস্ত রকম ধর্মীয় প্রতিষ্ঠান। সেইমতো পূণ্যার্থীদের জন্য বন্ধ হয়ে যায় পশ্চিমবঙ্গ তথা বীরভূমের অন্যতম পীঠস্থান তারাপীঠ মন্দিরের দরজা। এরপর জুন মাসের ১ তারিখ থেকে মন্দির খোলার ক্ষেত্রে সরকারি অনুমোদন পাওয়া হলেও তারাপীঠ মন্দির কমিটি সুরক্ষার কথা মাথায় রেখে তৎক্ষণাৎ মন্দির খোলার পথে হাঁটেনি। তবে এবার অবশেষে ৯৩ দিন পর খুলতে চলেছে তারাপীঠ মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য।
তারাপীঠ মন্দিরের দরজা পূণ্যার্থীদের জন্য খোলার খুলে দেওয়ার ক্ষেত্রে দফায় দফায় বৈঠকে বসে তারাপীঠ মন্দির কমিটি। মন্দির খোলার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ১৪ তারিখের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় জুন মাসের ২০ তারিখ মন্দির কমিটির সদস্যরা বৈঠক করে সিদ্ধান্ত নেবেন কবে মন্দির খোলা হবে।
আর সেইমতো এদিন মন্দির কমিটির সদস্যদের নিয়ে একটি বৈঠক হলে সেই বৈঠকে সিদ্ধান্ত হয় আগামী ২৩ শে জুন অর্থাৎ রথযাত্রার দিন থেকে তারাপীঠ মন্দির আগত দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হবে। তবে আগত দর্শনার্থীদের জন্য মন্দির খুলে দেওয়া হলেও আপাতত তারা মায়ের গর্ভগৃহে প্রবেশ করতে পারবেন না পুণ্যার্থীরা। এছাড়াও মেনে চলতে হবে সমস্ত রকম স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। মন্দির খোলার আগে ইতিমধ্যেই মন্দির চত্বরে একটি স্যানিটাইজ টানেল বসানো হয়েছে। ওই টানেলের মধ্য দিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে হবে পুণ্যার্থীদের।
অবশেষে ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দিরের দরজা।
অবশেষে ভক্তদের জন্য খুলতে চলেছে তারাপীঠ মন্দিরের দরজা।
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram