অবশেষে যশ জানালেন নুসরাত ( Nusrat ) তার কী

অবশেষে যশ জানালেন নুসরাত ( Nusrat ) তার কী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Nusrat
অবশেষে যশ জানালেন নুসরাত ( Nusrat ) তার কী
ছবি সংগ্রহে সাইন টিভি

এক বছরেরও বেশি সময় ধরে স্বামী নিখিল জৈনকে ছেড়ে অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান( Nusrat ) ।

 

তবে তাদের এই সম্পর্কের নাম কেউ জানেন না। কারণ, দুই তারকাই এ বিষয়টি প্রকাশ্যে স্বীকার করেননি। অবশেষে শনিবার কলকাতার একটি সংবাদমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে যশ অনেকটা পরিষ্কার করে দিলেন যে, নুসরাত তার জীবনের বিশেষ কেউ। ওই সাক্ষাৎকারে তিনি নুসরাতকে ( Nusrat )  সঙ্গী বলে সম্মোধন করেছেন।

 

যদিও টালি পাড়ার বাতাসে নানা গুঞ্জন রয়েছে। অনেকে বলেন তারা লিভ ইন সম্পর্কে রয়েছেন। আবার এমনও গুঞ্জন রয়েছে যে, তারা গোপনে বিয়ে করেছেন। কিন্তু লিভ ইন হোক বা বিয়ে- নিজেদের সম্পর্কের বিষয়ে সবসময়ই মুখে কুলুপ এঁটে থেকেছেন যশ-নুসরাত।

 

আর ও পড়ুন    উত্তবঙ্গের ( Northbengal ) ঐতিহ্য টয়ট্রেন উঠছে দাড়িপাল্লায়

 

নানা জল্পনা ও প্রশ্ন জিউয়ে রেখেই গেল বৃহস্পতিবার মা হয়েছেন নুসরাত জাহান। কলকাতার একটি নামি বেসরকারি হাসপাতালে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন নায়িকা। যশের সঙ্গে মিলিয়ে ইতোমধ্যে ছেলের নামও রেখে ফেলেছেন, ইয়াশ। যদিও এখনো তিনি সন্তানের পিতৃপরিচয় প্রকাশ করেননি। সাক্ষাৎকারে এই বিষয় নিয়েই প্রশ্ন রাখা হয় যশের কাছে।

 

তাকে জিজ্ঞেস করা হয়, নুসরাত ( Nusrat )  কিছুই বলছেন না, আপনিও যদি সংবাদমাধ্যকে না এড়িয়ে সরাসরি মুখ খোলেন, তাহলে হয়তো অনেক ভুল বোঝাবুঝির অবকাশ কমবে। এর উত্তরে যশ বলেন, ‘আমি ছোট থেকে আজ পর্যন্ত ব্যক্তিগত জীবন কারও সামনে আনিনি। আগামী দিনেও আনব না। তাহলে ‘ব্যক্তিগত’ শব্দটার মানেই থাকে না! যেটুকু জানানোর ঠিক জানাব। যেমন, বরাবর সবাই জানতে পারছেন।

 

এই যে, হঠাৎ একদিন ভুয়া খবর ছড়িয়ে গেল নুসরাত হাসপাতালে ভর্তি হয়েছে। ও ভর্তি হলে, সন্তানের জন্ম দিলে কেন সেটা চেপে রাখব।’ এর পরই যশ বলেন, ‘তাছাড়া সব কথা আমি একা বলব কেন? আমার সঙ্গিনীরও হয়তো কিছু বলার থাকতে পারে। সেটা ওর মুখ থেকে শোনাই বোধহয় ভালো।’

 

যশের এই কথাই স্পষ্ট বুঝিয়ে দেয় যে, নুসরাত হয় তার স্ত্রী নয়তো সহবাস সঙ্গী, ইংরেজিতে যেটাকে লিভ ইন সম্পর্ক বোঝায়। তবু তো কিছু স্বীকার করেন। আপাতত তাতেই খুশি নায়কের সোশ্যাল মিডিয়ার অনুরাগীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top