নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণা, ২৮ মার্চ, অবশেষে রাজ্য সরকারের উদ্যোগে বাড়ি ফেরার পথে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে আটকে থাকা মুর্শিদাবাদের শতাধিক শ্রমিক।জানা যায়, মুর্শিদাবাদ থেকে বেশ কিছুদিন আগে দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমাতে কাজে আসেন শতাধিক শ্রমিক এরই মাঝে করোনা ভাইরাস এর আতঙ্কের জেরে রাজ্য সহ দেশজুড়ে লকডাউন এর ঘোষণা করেন সরকার। ফলেই বিপাকে পড়েন তাঁরা।
এর মধ্যে মুখ্যমন্ত্রী তাদের কথা শুনে তাদের বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। জানা যায়, বেশ কিছুদিন ধরে অসহায় ভাবে দিন কাটতে থাকে তাদের। এরপরেই রাজ্য সরকারকে তাদের বাড়ি ফেরানোর আর্জি জানিয়ে আবেদন করেন ওই শ্রমিকরা। সেইমতো শনিবার সকালে বিশেষ বাসে করে ওই সমস্ত শ্রমিকদের বাড়ি ফেরানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের সচেষ্ট ভূমিকায় বেজায় খুশি বাড়ি ফেরা মুর্শিদাবাদের শতাধিক শ্রমিক।