নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ৯ ফেব্রুয়ারি, প্রায় ৮ দিন আগে শুক্রবার বারাসাত মহাকুমার বারাসাত ব্লকের শাসন থানার অন্তর্গত রেল লাইনের ধারে এক যুবতীর মুন্ডহীন দেহ উদ্ধার হয়। অবশেষে সেই মৃতদেহটিকে শনাক্ত করা গেল।যুবতী ঠিকানা বসিরহাট মহকুমার হাড়োয়া থানার সালিপুর অঞ্চলের দক্ষিণ হরিপুর গ্রামের বাসিন্দা সেই যুবতী।মৃতার নাম ফরিদা খাতুন (বছর ২৩)।
জানা গিয়েছে, ১০ দিন আগে শুক্রবার ব্যাঙ্কে টাকা তুলতে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরিয়ে যান ফরিদা।তারপর থেকে তার কোনও খোঁজ পাওয়া যায়নি। তার দুদিন পর শাসনের একটি রেল লাইনের ধারে যুবতীর দেহ পাওয়া যায়, কিন্তু মুন্ডু বিহীন বলে শনাক্ত করা যায়নি। তারপর এদিন যুবতীর পরিবার যুবতীর দেহ শনাক্ত করেন বারাসাত জেলা হাসপাতালে মর্গে।যুবতীর বাবা খলিল মোল্লার অভিযোগ, তার মেয়েকে ধর্ষণ করে হাত-পা ভেঙে অবশেষে মুণ্ড আলাদা করে দেয় কেউ বা কারা। যুবতীর কাটা মুন্ডুর হদিশ এখনও পর্যন্ত মেলেনি। ঘটনায় দক্ষিণ হরিপুর গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে আরও জানা যায়, খাতুন বিবাহিত ছিল এবং তার একটি তিন বছরের পুত্র সন্তান রয়েছে। যুবতী দীর্ঘদিন ধরে বাপের বাড়িতেই থাকতেন।