নিজস্ব সংবাদদাতা,বীরভূম,৪ঠা আগস্ট :শ্রমিক মৃত্যুকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তাল হয়ে উঠেছিল বক্কেশ্বর তাপবিদ্যুৎ মেন ফটক। দফায় দফায় চলে বিক্ষোভ, দাবি একটাই শ্রমিকদের মৃত্যুকে এড়িয়ে যেতে পারে না কর্তৃপক্ষ। যে শ্রমিক মারা গিয়েছে তার পরিবারকে ন্যায্য পাওনা দিতে হবে, তার পরিবার যাতে অনাহারে না মারা যায় সে ব্যবস্থা করতে হবে। শ্রমিকদের অভিযোগ ছিল কর্তৃপক্ষ তাদের সাথে ঠিকভাবে কথা বলছে না, শুনতে চাইছে না তাদের অভাব অভিযোগ।
যদিও দীর্ঘ বিক্ষোভের পর অবশ্য শ্রমিক ও কর্তৃপক্ষ বসে বৈঠকে। সেখানে সিদ্ধান্ত হয়, ওই পরিবারকে এককালীন ৮ লক্ষ টাকা এবং পরিবারের পেনশন চালু করা হবে। এবং সৎ কাজের জন্য ৩৫ হাজার টাকা দেওয়া হবে। এরপরই ১ :৪০ নাগাদ বিক্ষোভ উঠে যায় ,স্বাভাবিক হয় কাজকর্ম।খুললো জরজা।