নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ৬ নভেম্বর, ২০২০: অবশেষে ২১ দিন পর এল মদন ঘোড়াইয়ের দেহ । পটাশপুর এক নম্বর ব্লকের কনকপুর গ্ৰামে মদন ঘোড়াইর দেহ এলো ২১ দিন পর বাড়িতে।
পুলিশের হাতে মৃত্যু হয়েছিল বিজেপি কর্মী মদন ঘোড়াইয়ের। মদন ঘোড়াইয়ের মৃত্যু নিয়ে নানান রাজনৈতিক তরজাও চলছে বেশ কয়েকদিন ধরে, কিন্তু মৃত্যুর ২১ দিন পর দেহ বাড়িতে এল মদন ঘোড়াইয়ের, যা নিয়ে রীতিমত ক্ষোভে ফুঁসছে পটাশপুরবাসি।
আরও পড়ুন…এখনো আগুন বাজার, কালোবাজারির খোঁজে প্রশাসন
এর আগে একাধিক বার মদন ঘোড়াইয়ের মৃত্যু নিয়ে বারংবার রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে বিজেপি।