অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চার মাসের পেনশন থেকে ত্রান বিলি করলেন এলাকার দুঃস্থ ব্যক্তিদের

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী চার মাসের পেনশন থেকে ত্রান বিলি করলেন এলাকার দুঃস্থ ব্যক্তিদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৫ মে, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কালি দুলাল ঘোষ চার মাসের পেনশন থেকে ত্রান বিলি করলেন এলাকার দুঃস্থ ব্যক্তিদের। বসিরহাট মহাকুমার বসিহাট পৌরসভার ২১ নম্বর ওয়ার্ডের চৌধুরীপাড়ার গরিব মানুষদের প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিলি করা হয়। চৌধুরীপাড়া দূর্গা মন্ডপ থেকে প্রায় শতাধিক দুঃস্থ প্রতিবন্ধীর দিন ও দরিদ্র মানুষকে চাল, ডাল সরষের তেল ও বাচ্চাদের বেবি ফুড দিলেন।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মী বছর আশির বৃদ্ধ দম্পতি কালী দুলাল ঘোষ ও রেবা ঘোষ চার মাসের পেনশনের ঢাকা প্রায় ২৫০০০ টাকা সেই অর্থ দিয়ে বেবি ফুড চালডাল সরষের তেল সবজিসহ খাবার সামগ্রী দান করলেন। সাধারন মানুষকে সহযোগিতা করার জন্য চৌধুরীপাড়া দুর্গাপূজা মণ্ডপ কমিটি ও অবসরপ্রাপ্ত বৃদ্ধ-বৃদ্ধা দম্পতি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বসিরহাটের মানুষ।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top