অবসরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

অবসরের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় বিদায়ী প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – আগামী সোমবার অবসরে যাচ্ছেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। অবসরের আগে শুক্রবার বিকেলে টাউন হলে বিচার বিভাগীয় দপ্তরের তরফে তাঁকে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান বিচারপতি ছাড়াও উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, অন্যান্য বিচারপতি, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক, মন্ত্রী মানস ভুঁইয়া এবং অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত।

সংবর্ধনা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিচারপতি শিবজ্ঞানম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রী কখনও বিচারবিভাগকে খালি হাতে ফেরাননি। বিচারবিভাগ ও প্রশাসনের মধ্যে ভারসাম্য ও পারস্পরিক বোঝাপড়ার গুরুত্বও তুলে ধরেন তিনি।

তবে বিদায়ী প্রধান বিচারপতির বক্তব্যে আক্ষেপের সুরও শোনা যায়। তিনি বলেন, “কেন আমাকে এখানে বদলি করা হয়েছিল, আজও জানি না।” একই প্রসঙ্গে তিনি বিচারপতি মাদুরেশ প্রসাদের কথাও উল্লেখ করেন, যিনি একইভাবে বদলি হয়ে কলকাতায় এসেছিলেন। শিবজ্ঞানম জানান, সম্প্রতি এক বিচারপতি তাঁকে একই প্রশ্ন করলে তিনি জবাব দিয়েছিলেন, “আমার অবসর নিতে আর দশ দিন বাকি, আমিও তো জানলাম না!”

যদিও এসবের পরও কলকাতায় আসতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করেন বলে মন্তব্য করেন বিচারপতি শিবজ্ঞানম। কোনও ক্ষোভ নেই জানিয়ে তিনি আরও বলেন, “যে কলেজিয়াম আমাদের বিচারপতি পদে বসায়, তারাই বদলি করে।”

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top