নিউজ ডেস্ক ৩ নভেম্বর ২০২০: চেন্নাই এবছর প্লে অফে জায়গা করতে পারেনি। কেকেআরের বিরুদ্ধে শেষ ম্যাচ ও ইতিমধ্যেই সম্পন্ন করেন তিনি ।

তবে সিএসকে দলের অন্যতম সদস্য শেন ওয়াটসন তার সতীর্থদের জানান, “ আগামী বছর থেকে আইপিএলে তিনি আর খেলবেন না। সোমবারই সেই খবর জানা গিয়েছিলো। এর আগেই আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়েছেন তিনি। টুইট করে নিজেই জানিয়েছেন তার অবসরের কথা। এবার ওয়াটসনকে সেরা ছন্দে দেখা যায়নি। তবে ওয়াটসন বলেন, “ চেন্নাই এর হয়ে খেলা তার কাছে বিরাট সম্মানের’।